সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের দুই বগির মাঝে কাজ চলাকালীন ভয়াবহ মৃত্যু রেলকর্মীর। চালকের ভুলে ট্রেনের ইঞ্জিন ও বগির মাঝের চিঁড়েচ্যাপ্টা হয়ে গেলেন অমরকুমার রাউত নামে ৩৫ বছর বয়সি এক রেলকর্মী। শনিবার এই ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাই জেলার বারাউনি জংশনে। ভয়ংকর সেই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, শনিবার লখনউ-বারাউনি এক্সপ্রেস স্টেশনে আসার পর নিয়ম মতো 'সান্টিং অপারেশন' করছিলেন অমরকুমার। এই পদ্ধতিতে ট্রেনের ইঞ্জিন থেকে বগিকে আলাদা করা হয়। কাজ শেষের পর দুর্ঘটনাবশত ট্রেনের ইঞ্জিনটি পিছন দিকে সরে আসে। এই সময় ইঞ্জিন ও বগির মাঝে দূরত্ব বজায় রাখতে যে লোহার থাম থাকে তাঁর মাঝে আটকে ওই রেলকর্মী। ঘটনা দেখে যাত্রীরা চিৎকার করে উঠলে ট্রেন থামিয়ে সেখান থেকে চম্পট দেন চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমরকুমার নামে ওই রেলকর্মীর।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন সোনপুর রেলডিভিশনের আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, বারাউনি জংশনের ৫ নম্বর স্টেশনে ট্রেনের দুই কামরার মাঝে আটকে রয়েছে একটি মৃতদেহ। এই দুর্ঘটনা প্রসঙ্গে সোনপুরের ডিআরএম সংবাদমাধ্যমকে বলেন, "কাজের জায়গায় এই ধরনের ঘটনা ঘটা কোনওভাবেই উচিৎ নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য আধিকারিক পর্যায়ের তদন্ত কমিটি বসানো হয়েছে। মৃতের পরিবারের পাশে রয়েছে রেল। দেহ সৎকারের যাবতীয় খরচ রেলের তরফে দেওয়া হয়েছে। পাশাপাশি রেলের নিয়ম অনুযায়ী, মৃতের পরিবারকে সব রকম আর্থিক সাহায্য দেওয়া হবে।"
পাশাপাশি ওই আধিকারিক আরও বলেন, ''তদন্ত শেষ হওয়ার পর যে বা যারা এই ঘটনায় অভিযুক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী যাতে কঠোরভাবে পালন করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।''