সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলস বানানোর নেশায় ডুবেছিলেন। বিভিন্ন দুঃসাহসিক ভিডিও বানিয়ে তা সোশাল মিডিয়ায় পোস্ট করাই ছিল শখ। তাই তো গাড়ি নিয়ে সটান উঠে পড়েছিলেন রেললাইনে। আর এটেই ঘটল বিপত্তি। রেললাইনে আটকে গেল গাড়ির চাকা! বরাত জোরে প্রাণ বাঁচল যুবকের। তবে রিলস বানাতে গিয়ে তাঁর ঠাঁই হয়েছে গরাদের পিছনে।
এই ঘটনা রাজস্থানের জয়পুরের। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি জয়পুরের বাসিন্দা। ঘটনার সময় তিনি মত্ত অবস্থাতে ছিলেন। ভিডিয়ো বানানোর জন্য নিজের এসইউভি নিয়ে রেললাইনে উঠেছিলেন। খানিক পড়ে লক্ষ্য করেন দূর থেকে একটি মালগাড়ি আসছে। এই দেখে রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করতে গেলে হয় বিপত্তি। লাইনেই আটকে যায় তাঁর গাড়ির চাকা। দূর থেকে বিষয়টি নজরে আসে মালগাড়ির চালকের। ঠিক সময়ে চালক ট্রেনটি থামিয়ে দেন। ফলে এই যাত্রায় রক্ষা পান ওই যুবক।
এর পরই স্থানীয়রা খবর দেন থানায়। পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে। কিন্তু পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন ওই যুবক। কিন্তু বেশি দূর পালাতে পারেননি। তাঁকে ধরে ফেলে পুলিশ। গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায়। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিও। রিলস বানানোর নেশায় এই দুর্ঘটনার কথা প্রায়ই খবরের শিরোনাম আসে। সতর্কতামূলক প্রচার করা হয় পুলিশ-প্রশাসনের তরফেও। কিন্তু তাও প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে।