shono
Advertisement
Kanhaiya Kumar

কানহাইয়া পা রাখতেই গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হল দুর্গা মন্দির! বিহারের ঘটনা ঘিরে তোলপাড়

কানহাইয়ার বক্তৃতা শেষ হতেই মন্দির ধুতে শুরু করেন কয়েকজন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:53 PM Mar 28, 2025Updated: 01:53 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানহাইয়া কুমার পা রেখেছিলেন। তারপরেই গঙ্গাজল দিয়ে ধোয়া হল গোটা মন্দির! বিহারের এমন চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। গোটা ঘটনার প্রেক্ষিত বিজেপিকে তুলোধোনা করেছে কংগ্রেস। হাত শিবিরের প্রশ্ন, তাহলে কি বিজেপি সমর্থকরাই পবিত্র আর বাকিরা অচ্ছুৎ?

Advertisement

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে কংগ্রেস নেতার একটি সভা ঘিরে। জানা গিয়েছে, বিহারের সহর্ষের বানগাঁও গ্রামের দুর্গা মন্দিরে সভা করতে গিয়েছিলেন কানহাইয়া। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে রাজ্যজুড়ে 'পলায়ন রোকো, নকরি দো' যাত্রা শুরু করেছেন কানহাইয়া। সেই কর্মসূচিতেই ওই দুর্গা মন্দির এলাকায় গিয়ে বক্তৃতা দেন তিনি।

কানহাইয়ার বক্তৃতা শেষ হতেই ওই মন্দির ধুতে শুরু করেন কয়েকজন। স্থানীয়দের দাবি, গঙ্গাজল দিয়ে মন্দির শুদ্ধ করা হয়েছে। মন্দির সংলগ্ন মাঠও ধুয়ে ফেলা হয়েছে। সেই 'শুদ্ধিকরণে'র ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তারপরেই বিজেপিকে তুলোধোনা শুরু করেছে কংগ্রেস। হাত শিবিরের মুখপাত্র জ্ঞানরঞ্জন গুপ্তা বলেন, "আমরা জানতে চাই, শুধু আরএসএস-বিজেপির সমর্থকরাই পবিত্র আর বাকিরা অচ্ছুৎ? বিহারের মন্দিরে যা হয়েছে, সেটা পরশুরামের উত্তরসূরিদের অপমান। আমরা জানতে চাই, এখন থেকে কি তাহলে অবিজেপি দল এবং তাদের সমর্থকদের অচ্ছুৎ হিসাবে বিচার করা হবে?"

যদিও গোটা বিষয়টি নিয়ে কানহাইয়া কুমার নিজে কিছু বলেননি। এবং বিজেপির দাবি, ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছেন কানহাইয়া। গেরুয়া শিবিরের মুখপাত্র অসিত নাথ তিওয়ারির মতে, কোনও প্রশ্ন তোলার আগে ওই ভিডিওর সত্যতা যাচাই করা হোক। ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের পরিচয় খতিয়ে দেখা হোক। তিনি আরও বলেন, কানহাইয়ার পদার্পণের পর যদি কোনও মন্দির ধোয়া হয়ে থাকে তার অর্থ মানুষ তাঁর রাজনৈতিক আদর্শকেই ছুড়ে ফেলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারের সহর্ষের বানগাঁও গ্রামের দুর্গা মন্দিরে সভা করতে গিয়েছিলেন কানহাইয়া।
  • স্থানীয়দের দাবি, গঙ্গাজল দিয়ে মন্দির শুদ্ধ করা হয়েছে। মন্দির সংলগ্ন মাঠও ধুয়ে ফেলা হয়েছে।
  • গোটা বিষয়টি নিয়ে কানহাইয়া কুমার নিজে কিছু বলেননি। এবং বিজেপির দাবি, ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছেন কানহাইয়া।
Advertisement