shono
Advertisement
Bird Flu

শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু'র প্রকোপ, একাধিক রাজ্যে জারি সতর্কতা

মানুষও H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হতে পারে।
Published By: Subhajit MandalPosted: 10:53 AM Jan 02, 2026Updated: 11:01 AM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু'র প্রকোপ। একই সঙ্গে তামিলনাড়ু এবং কেরলের একাধিক জেলায় বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলেছে। দুই রাজ্যেই কৃষকদের মধ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, গত কয়েক দিনে কেরলের মূলত আলাপ্পুজা, কোট্টায়াম জেলায় বহু মুরগীর H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একই পরিস্থিতি তামিলনাড়ুর একাধিক জেলাতেও। সেরাজ্যের নামাক্কাল জেলায় বাড়ানো হয়েছে নজরদারি। এই নামাক্কাল জেলাতেই দেশের মধ্যে সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয়। স্রেফ এই একটা জেলাতেই ১৫০০ পোলট্রি ফার্ম রয়েছে। সেখান দৈনিক কয়েক লক্ষ ডিম উৎপাদন হয়। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, কেরল ও তামিলনাড়ুর এই তিন জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। পোলট্রি ফার্মগুলিতে নিয়মিত মুরগীর স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। রাজ্যের অন্য প্রান্তের কৃষকদেরও সতর্ক করা হয়েছে।

বার্ড ফ্লুর মূল সমস্যা হল এটি অতি দ্রুত ছড়ায়। মূলত হাঁস-মুরগী এই রোগে আক্রান্ত হলেও গবাদি পশু, পরিযায়ী পাখি ও বন্য পাখিও এই রোগে আক্রান্ত হতে পারে। এমনকী মানুষও H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হতে পারে। মানুষের ক্ষেত্রে জ্বর, চোখ লালের মতো সাধারণ উপসর্গ থাকে। তবে কারও ক্ষেত্রেও শুরুতেই অসুস্থতা আরও তীব্র হতে পারে। কেবল পাখি নয়, গবাদি পশু থেকেও সংক্রমণ ছড়ানোর নজির মিলছে। এই পরিস্থিতিতে যাঁরা পাখি বা গবাদি পশুপালন করেন, তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পশুপাখির মলমূত্র সাফ করার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

বস্তুত প্রতিবছর এই সময়টা বার্ড ফ্লু'র প্রকোপ দেখা যায়। তবে এবার এখনও পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়নি। মূলত কয়েকটি জেলাতেই সীমাবদ্ধ সংক্রমণ। তবে প্রশাসন সতর্ক। দ্রুত অন্যত্র সংক্রমণ ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু'র প্রকোপ।
  • একই সঙ্গে তামিলনাড়ু এবং কেরলের একাধিক জেলায় বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলেছে।
  • দুই রাজ্যেই কৃষকদের মধ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন।
Advertisement