সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের স্বাধীনতা নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের বিতর্কিত মন্তব্যের জবাব দিতে গিয়ে নিজেই পালটা বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভগবতকে বিঁধতে গিয়ে রাহুল বলেছিলেন, "আমাদের এখন বিজেপি, আরএসএস এবং ভারতের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে।" সেই মন্তব্য হাতিয়ার করে বিজেপি বলছে, অবশেষে রাহুল স্বীকার করে নিলেন যে তাঁর লড়াই ভারতের বিরুদ্ধেই।
আসলে দিন দুই আগে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকেই ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস হিসাবে ধরা উচিত। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে বুধবার রাহুল বলেন, এই মন্তব্য অন্য কোনও দেশে করা হলে সেটা দেশদ্রোহিতার শামিল হত। ভারতে বর্তমানে দুই বিচারধারার দ্বন্দ্ব চলছে। একটি হল আমাদের বিচারধারা যা সংবিধানের মূল ভিত্তির উপর নির্মিত। অন্যটি আরএসএসের বিচারধারা যা সম্পূর্ণ বিপরীত মেরুর। এরপরই রাহুল বলে দেন, "এতেই স্পষ্ট, কংগ্রেস এখন শুধু একটি রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়ছে না। কংগ্রেস লড়ছে বিজেপি-আরএসএস এবং ভারতের রাষ্ট্রশক্তির বিরুদ্ধেও।"
রাহুলের এই 'রাষ্ট্রশক্তি' শব্দটিকেই হাতিয়ার করছে বিজেপি। খোদ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সোশাল মিডিয়ায় বলছেন, "অবশেষে কুৎসিত সত্যিটা স্বীকার করে নিলেন রাহুল। আপনাকে ধন্যবাদ এটা মেনে নেওয়ার জন্য। এবার পরিষ্কার যে কংগ্রেস দেশের বিরুদ্ধে লড়ছে। ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে।" নাড্ডার বক্তব্য, "এমনিতেও রাহুলের সঙ্গে শহুরে নকশাল এবং দেশবিরোধী শক্তির যোগাযোগ আছে, সেটা গোপন কিছু নয়। যারা ভারতকে অপমান করে, যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা ভারতের কৃতিত্ব কেড়ে নিতে চায়, কংগ্রেস তাদের সঙ্গেই যোগাযোগ রেখে চলে। ক্ষমতার লোভে দেশকে ভেঙে দিচ্ছে।"
একা নাড্ডা নন, সুর চড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও। তাঁর বক্তব্য, "যে বিরোধী দলনেতা সংবিধানের নামে শপথ নিয়েছেন, তিনি এখন বলছেন তাঁর লড়াই বিজেপি, আরএসএস এবং খোদ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। তাহলে আবার সংবিধানের কপি হাতে নিয়ে ঘুরছেন কেন?" বস্তুত রাহুলের ওই মন্তব্য হাতিয়ার করে কংগ্রেসকে কোণঠাসা করার সুযোগ ছাড়তে চাইছে না বিজেপি।