shono
Advertisement
Shashi Tharoor

'নিরাপত্তাহীনতায় ভুগছে কংগ্রেস', শশীকে গুরুদায়িত্ব দিয়ে রাহুলকে নিশানা বিজেপির

প্রশংসা করছে বিজেপি, মুখে কুলুপ কংগ্রেসের, শশী তুমি কার?
Published By: Subhajit MandalPosted: 03:25 PM May 17, 2025Updated: 03:25 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে যে প্রতিনিধিদল কেন্দ্র পাঠাতে চলেছে, তাতে নাম রয়েছে শশী থারুরের। শোনা যাচ্ছে, বিদেশে যে প্রতিনিধিদলগুলি পাঠানো হবে, সেগুলির মধ্যে একটির নেতৃত্ব দেবেন তিরুঅনন্তপুরমের সাংসদ। সমস্যা হল, কংগ্রেস ওই প্রতিনিধিদলে পাঠানোর জন্য সাংসদদের যে তালিকা পাঠিয়েছিল, তাতে শশীর নাম নেই। সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। কেন্দ্র সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাবে। ওই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকবেন। আর সেই দলের নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে। শনিবারই সংসদ বিষয়ক মন্ত্রক প্রতিনিধি দলের সমস্ত নেতার নাম ঘোষণা করেছে। শশী ছাড়াও আরও ছয় সাংসদের নাম ঘোষণা করা হয়েছে কমিটিগুলির শীর্ষপদে। তাঁরা হলেন রবিশংকর প্রসাদ (বিজেপি), সঞ্জয়কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে) ও সুপ্রিয়া সুলে (এনসিপি)।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, শশীর নাম ঘোষণার আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু ওই দলের সদস্য হওয়ার জন্য কংগ্রেস সাংসদদের নামের একটি তালিকা চেয়েছিলেন। রাহুল গান্ধী চারজন সাংসদের একটি তালিকা পাঠিয়েও দেন রিজিজুকে। সেই তালিকাত শশী থারুরের নাম ছিল না। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ ড. সইদ নাসির হুসেন এবং লোকসভার সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিংকে ওই দলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। ঘটনাচক্রে এঁদের কাউকেই ওই প্রতিনিধিদলের নেতা হিসাবে ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হয়েছে শশীকে। তা নিয়ে কংগ্রেসের কোনও কোনও মহলে আপত্তিও এসেছে।

যা নিয়ে এবার পালটা কটাক্ষ করল বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশাল মিডিয়ায় বলে গেলেন, "শশী থারুরের তীক্ষ্ণ যুক্তিবাদী ভাষণের ক্ষমতা, রাষ্ট্রসংঘে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক কূটনীতিতে তাঁর জ্ঞান কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে কেন কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধী কেন তাঁর নাম এই প্রতিনিধিদলের তালিকায় পাঠাল না? এটা কি হিংসা? নিরাপত্তাহীনতা নাকি কেউ হাই কম্যান্ডকে টপকে যাবে সেই আশঙ্কা?" কংগ্রেস অবশ্য বলছে, তারা যে তালিকা পাঠিয়েছে তাতেও এমন নেতাদের নাম রয়েছে যারা দীর্ঘদিনের অভিজ্ঞ এবং কুটনীতিক জ্ঞানসম্পন্ন। অনেকেই আছেন যারা শশীর সিনিয়র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে যে প্রতিনিধিদল কেন্দ্র পাঠাতে চলেছে, তাতে নাম রয়েছে শশী থারুরের।
  • শোনা যাচ্ছে, বিদেশে যে প্রতিনিধিদলগুলি পাঠানো হবে, সেগুলির মধ্যে একটির নেতৃত্ব দেবেন তিরুঅনন্তপুরমের সাংসদ।
  • সমস্যা হল, কংগ্রেস ওই প্রতিনিধিদলে পাঠানোর জন্য সাংসদদের যে তালিকা পাঠিয়েছিল, তাতে শশীর নাম নেই। সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Advertisement