সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস থেকে রওনা হওয়া ভিস্তারার (Vistara) উড়ানে বোমাতঙ্ক। মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল উড়ানটিকে। রবিবার সকালে মাঝ আকাশে থাকাকালীন একটি চিরকুট মিলে বিমানে। সেখানে বিমানে বোমা আছে বলে দাবি করা হয়। এর পর পাইলট যোগাযোগ করেন মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। নিরাপদে মাটিতে নামে বিমানটি। ২৯৪ জন যাত্রী ১২ জন বিমানকর্মীকে নামিয়ে বোমের খোঁজে তল্লাশি চালানো হয় বিমানে। এখনও পর্যন্ত বিস্ফোরকের হদিশ মেলেনি। যাত্রী এবং বিমানকর্মী সকলেই সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
বিমানকর্মীরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে প্যারিস বিমানবন্দর থেকে রওনা হয় ভিস্তারার উড়ানটি। রবিবার সকাল ১০টা বেজে ৮ মিনিট নাগাদ একটি এয়ারসিকনেস ব্যাগে হুমকি চিরকুট মেলে। হাতে লেখা ওই চিরকুটে দাবি করা হয়, বিমানে বোমা রয়েছে। দ্রুত মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন পাইলট। জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। ১০টা বেজে ১৯ মিনিট নাগাদ বিমাটি মুম্বইয়ের মাটি ছোঁয়। দ্রুত বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ২৯৪ জন যাত্রী ১২ জন বিমানকর্মীকে। নিরাপত্তারক্ষীরা বোমার সন্ধানে গোটা বিমানে তল্লাশি চালায়। যদিও এখনও পর্যন্ত বোমার সন্ধান মেলেনি।
[আরও পড়ুন: বুথফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?]
বিমাসংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, "আমরা নিশ্চিত করছি যে ২ জুন ২০২৪ প্যারিস থেকে মুম্বইগামী UK ০২৪ বিমানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছিল। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উড়ানটি ছত্রপতি শিবাজি বিমানবন্দরে নামামাত্র তল্লাশি চালানো হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয়।" উল্লেখ্য, গত সপ্তাহে বারাণসী থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত খারাপ কিছু ঘটেনি।