পুরভোটের ফলাফল ঘোষণার দিনেই বোমা হামলার হুমকি মুম্বইয়ে। উড়ো মেলে বম্বে হাই কোর্ট-সহ একাধিক নিম্ন আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে।
শুক্রবার ইমেল মারফত এই হুমকিবার্তা পাঠানো হয় বম্বে হাই কোর্টে। তা প্রকাশ্যে আসার পরেই খালি করে দেওয়া হয় আদালত চত্বর। বন্ধ রাখা হল শুনানি-সহ আদালতের অন্যান্য কাজকর্ম। তবে শুধু বম্বে হাই কোর্টই নয়, বান্দ্রা এবং মাজগাঁওয়ের নিম্ন আদালতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল ইমেলে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর। প্রতিটি আদালত চত্বরেই ভালো করে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও জায়গা থেকেই সন্দেহজনক কিছু মেলেনি।
এই ঘটনায় মুম্বইয়ের আজাদ ময়দান থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, অতীতেও একাধিক বার এই ভাবে ইমেলে হুমকিবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু প্রত্যেকবারের মতো এ বারও কিছুই পাওয়া যায়নি। তল্লাশি অভিযানের পর আবার সব ক'টি আদালতে কাজকর্ম শুরু হয়।
