সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের ইন্দ্রায়নী নদীর উপর ভেঙে পড়ল সেতু। দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন বহু পর্যটক। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
পুণের দেহু জেলার কুন্দমালা এলাকায় অবস্থিত ওই সেতুটি অত্যন্ত জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমান। বিশেষত বর্ষার সময় সেখানে পর্যটকদের সংখ্যা বেড়ে য়ায়। রবিবারও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেতু এবং তার আশপাশের অঞ্চলে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেতুটির উপর প্রায় ১৫ থেকে ২০ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৮ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন ২ জন মহিলা। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও জলের তোড়ে ভেসে গিয়েছেন বহু পর্যটক। তাঁদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। ইন্দ্রায়নী নদী এমনিই খরস্রোতা। বর্ষার সময় এর রূপ আরও ভয়ংকর হয়ে ওঠে। ফলে কতজন পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়, এখন সেটাই প্রশ্ন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেতুটি বেশ কিছু বছর ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। দুর্বল হয়ে পড়েছিল এর কাঠামো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চার-পাঁচ বছর আগে সেতুটি সংস্কার করা হয়েছিল কিন্তু তার পর থেকে আর সেতুটির উপর আর বিশেষ নজর দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতুটির উপর দিয়ে গাড়ি চলাচল বহু দিন আগেই বন্ধ হয়ে গেলেও পর্যটকরা নিয়ম না মেনে সেখানে বাইক নিয়ে যেতেন। দুর্ঘটনার সময়েও নাকি সেতুটির বেশ কয়েকটি বাইক দাঁড়িয়ে ছিল। অতিরিক্ত ওজনের কারণেই সেতুটি ভেঙে পড়েছে বলে মনে করছেন তাঁরা।
ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'দেশে একের পর এক দুর্ঘটনার খবরে আমি স্তম্ভিত। ট্রেন, বিমান আর এবার সড়ক পথেও দুর্ঘটনা। সেতু ভেঙে একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ বহু পর্যটকও। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।' অন্যদিকে, অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে লেখেছেন, 'এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর শোকাহত। বহু পর্যটকের তলিয়ে যাওয়াক আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যাতে দ্রুত সব রকম সহায়তা করা হয়, তার জন্য আমি স্থানীয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।'
