shono
Advertisement

নজরে লোকসভা নির্বাচন, বাজেটে আরও কমবে উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম!

উজ্জ্বলা যোজনার গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি।
Posted: 06:36 PM Jan 22, 2024Updated: 07:06 PM Jan 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট (Union Budget) পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। তার আগের দিন ৩১ জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন। আর এবারের বাজেটে হাসি ফুটতে পারে আমজনতার মুখে। একলাফে বাড়তে পারে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের ভর্তুকি। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

Advertisement

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) আওতায় গ্যাসের দামে ৩০০ টাকা ভর্তুকি দেয় মোদি সরকার। এবার তা বাড়িয়ে ৫০০ টাকা করা হবে বলেই গুঞ্জন। গত বছরের আগস্ট মাসের শেষেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা আরও ১০০ টাকা কমানো হয়। এবার লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আরও কমানো হবে গ্যাসের দাম। উল্লেখ্য, উজ্জ্বলা যোজনার গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি।

[আরও পড়ুন: কনকনে ঠান্ডায় টানা ১১ দিন মাটিতে শয্যা, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে ‘আত্মশুদ্ধি’ নমোর]

কেন্দ্রীয় সূত্রের খবর, ৩১ জানুয়ারি অর্থাৎ অধিবেশন শুরুর দিন দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ১ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চলতি বছরই লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে।

[আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে ধাক্কা রোহিতদের, প্রথম দুই টেস্টে নেই বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement