shono
Advertisement
Budget Session 2025

'নীতি পঙ্গুত্ব এড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে দেশ', সংসদে মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি

একনজরে দ্রৌপদী মুর্মুর ভাষণের ১০ পয়েন্ট।
Published By: Subhajit MandalPosted: 12:49 PM Jan 31, 2025Updated: 03:08 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশনের (Budget Session) আগে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রত্যাশিতভাবেই মোদি সরকারের সুখ্যাতি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বললেন, দ্রুতগতিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। বর্তমান সরকার দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে ৩ গুণ গতিতে কাজ করছে।

Advertisement

গত ১০ বছরে মোদি সরকার যে সব প্রকল্প ঘোষণা করেছে এবং তাতে জনমানসে কী কী পরিবর্তন এসেছে, ৫৯ মিনিটের ভাষণে মূলত সেগুলিই তুলে ধরলেন রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মুর বক্তব্য, সরকার ৩ গুণ গতিতে কাজ করছে। আজকের সরকার বড় বড় সিদ্ধান্ত, নীতি অসাধারণ গতিতে নিতে পারছে। মহিলা, যুবসমাজ এবং কৃষকরা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। নীতি পঙ্গুত্ব শেষ করে দ্রুতগতিতে এগোচ্ছে দেশ। 

রাষ্ট্রপতির দাবি, মোদি সরকারের আমলে দেশের গরিবরা সম্মান পেয়েছেন। কেন্দ্র সরকার মহিলাদের ক্ষমতায়নেও বাড়তি নজর দিচ্ছে। দ্রৌপদী মুর্মু বলছেন, "১৪০ কোটি দেশবাসীর সেবা করাটাই আমার সরকারের প্রথম উদ্দেশ্য। বিকশিত ভারত গঠনই আমাদের লক্ষ্য।"  ৩৭০ ধারা থেকে শুরু করে মহাকুম্ভ, সাম্প্রতিক সময়ের প্রায় সব ইস্যুতেই সরকারের কাজের প্রশংসা করা হয়েছে রাষ্ট্রপতির ভাষণে।

রাষ্ট্রপতির ভাষণের মূল পয়েন্ট:
১। এই সরকারের আমলে ২৫ কোটি মানুষের দারিদ্র দূরীকরণ হয়েছে।
২। ৩৭০ ধারা বাতিলে উন্নয়নে গতি এসেছে।
৩। বিকশিত ভারত গড়াই এই সরকারের সংকল্প।
৪। 'বিশ্বগুরু' হিসাবে আত্মপ্রকাশ করছে ভারত।
৫। আয়ুষ্মান ভারতের অধীনে আজ ৭০ বছরের বেশি বয়সিরাও সুবিধা পাচ্ছেন।
৬। অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে।
৭। ছোট ব্যবসায়ীদের ঋণের ক্রেডিট লিমিট দ্বিগুণ করা হয়েছে।
৮। মুদ্রা লোন ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে।
৯। ৩ কোটি নতুন বাড়ি তৈরির লক্ষ্যপূরণের দিকে এগোচ্ছে দেশ।
১০। AI প্রযুক্তিতে বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাজেট অধিবেশনের আগে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রত্যাশিতভাবেই মোদি সরকারের সুখ্যাতি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  • রাষ্ট্রপতি বললেন, দ্রুতগতিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে ভারত।
  • বর্তমান সরকার দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে ৩ গুণ গতিতে কাজ করছে।
Advertisement