ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আশঙ্কা ছিলই। তা সত্যিও হল। শেষ মুহূর্তেও তৃণমূলের (TMC) দিল্লি যাত্রায় বাধা। রবিবার সন্ধে নাগাদ দিল্লিতে ঢোকার আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাছে আটকানো হল কর্মী, সমর্থকদের বাস। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি গাড়ি তাঁদের বাস আটকায়। X হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছে শাসকদলের নেতৃত্ব। কে বা কারা এমনটা করেছে, সে বিষয়ে তেমন কোনও ইঙ্গিত না থাকলেও কেন্দ্রে ক্ষমতাসীন দলের দিকেই ইঙ্গিত তৃণমূলের। এই বাধা আদৌ অপ্রত্যাশিত নয়, তাও প্রকাশ করা হয়েছে। তবে এত বাধা সত্ত্বেও তৃণমূলের ‘দিল্লি চলো’ কর্মসূচি রোখা যাবে না বলে দৃঢ়প্রত্যয়ী কর্মীরা। বকেয়া আদায়ে যে কোনও রকম প্রতিকূলতার সঙ্গে লড়তে তাঁরা প্রস্তুত।
এর আগে দিল্লি (Delhi) যাওয়ার জন্য তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন রাখেনি রেল। শুক্রবার শেষ মুহূর্তে ট্রেনের ব্যবস্থা করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় পূর্ব রেলের তরফে। কেন্দ্রের প্রাপ্য থেকে বঞ্চিত মানুষজনকে রাতারাতি বাসের ব্যবস্থা করে দিল্লি রওনা করিয়ে দেওয়া হয়। তাঁদের সেই বাস যে মাঝপথে আটকানো হবে, তেমন আন্দাজ ছিলই শীর্ষ নেতৃত্বের। তা সত্যিও হল রবিবার। উত্তরপ্রদেশের কাছে একটি গাড়ি যাত্রীবোঝাই বাসের পথরোধ করে দাঁড়ায়। দুই পুলিশ অফিসারকে দেখা যায় সেখানে টহল দিতে। বেশ কিছুক্ষণ বাসের আশেপাশে তাঁরা ঘুরে বেড়ান। বলা হয়, তাঁরা ‘ইনস্পেকশন’ করছেন।
[আরও পড়ুন: বুনো হাতির হামলা থেকে বাঁচতে এবার পুরুলিয়াবাসীর পাশে ‘সহায়’! জেনে নিন খুঁটিনাটি]
X হ্যান্ডলে তৃণমূলের অভিযোগ, এটা বিজেপিরই ষড়যন্ত্র। দিল্লির বড় কর্মসূচি থেকে তৃণমূলকে আটকাতে তারা সবরকম ভাবে চেষ্টা করছে, করবেও। কিন্তু তাতে বাংলার বঞ্চিত মানুষজনকে আন্দোলনের পথ থেকে সরানো যাবে না। মিশন ‘দিল্লি চলো’ সফল হবেই। আগামী সোম ও মঙ্গলবার নিজেদের বকেয়া আদায়ের দাবিতে রাজধানীর বুকে ঝড়় উঠবেই।