shono
Advertisement
PM Fasal Bima Yojana

বিক্ষোভের ক্ষতে প্রলেপ, নতুন বছরে কৃষকদের জন্য একাধিক বড় ঘোষণা কেন্দ্রের

ফসল বিমা এবং সারের ভরতুকি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা।
Published By: Subhajit MandalPosted: 05:05 PM Jan 01, 2025Updated: 05:05 PM Jan 01, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: কৃষকদের মন পেতে নতুন বছরের শুরুতেই একাধিক বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়াল মোদি সরকার। একই সঙ্গে বাড়ানো হল রাসায়নিক সারে ভরতুকির পরিমাণও।

Advertisement

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে যদি এ পর্যন্ত কোনও গণআন্দোলন বিব্রত করে থাকে, সেটা কৃষক বিক্ষোভ। ২০২১ সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে। তারপরও কৃষক বিক্ষোভের রেশ কমেনি। এখনও পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একটা বড় অংশ আন্দোলনরত। দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশনে কৃষক নেতা দাল্লেওয়াল। কৃষকদের সেই ক্ষোভের আঁচ পাঞ্জাব ঘেঁষা দিল্লির বিধানসভা কেন্দ্রগুলিতেও পড়তে পারে। এই পরিস্থিতিতে কৃষক বিক্ষোভের ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের প্রথন দিনে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে ঢেলে সাজানো হবে। কেন্দ্রীয় তথ‍্যপ্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ফসল বিমা যোজনার জন্য বরাদ্দ করা হল ৬৯ হাজার ৫১৫ কোটি টাকা। প্রযুক্তিগত আধুনিকীকরণের জন‍্য ৮০০ কোটি টাকার তববিল গঠন করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে ২৩টি রাজ‍্য এবং কেন্দ্রশাসিত ফসল বিমা যোজনা চলছে।

একইসঙ্গে কৃষকদের অতি প্রয়োজনীয় DAP সারের ৫০ কেজির বস্তার দাম ১৩৫০টাকা বেঁধে দিল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারের কারণে বহুল প্রচলিত এই রাসায়নিক সারের দাম বেড়েছে অনেকটাই। বর্তমানে খোলা বাজারে এই সারের ৫০ কেজি বস্তার দাম ৩০০০ হাজারেরও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন‍্যই অতিরিক্ত টাকা বহন করবে সরকার। এজন‍্য ৩৮৫০ কোটি টাকা সরকারের তরফে ভরতুকি দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৃষকদের মন পেতে নতুন বছরের শুরুতেই একাধিক বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়।
  • প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়াল মোদি সরকার।
  • একই সঙ্গে বাড়ানো হল রাসায়নিক সারে ভরতুকির পরিমাণও।
Advertisement