shono
Advertisement

OMG! হাইওয়ের টোলপ্লাজা থেকে টাকা লুট করলেন পুলিশকর্মীরাই!

সার্কেল ইনস্পেক্টর-সহ ছয়জন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। The post OMG! হাইওয়ের টোলপ্লাজা থেকে টাকা লুট করলেন পুলিশকর্মীরাই! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:11 PM Aug 24, 2017Updated: 06:21 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্রা-দিল্লি হাইওয়ের একটি টোল প্লাজার কর্মীদের মারধর ও নগদ ৪০ হাজার লুঠ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে! ঘটনার সিসিটিভি ফুটেজ-সহ মথুরার এক সার্কেল ইনস্পেক্টর ও পাঁচজন পুলিশকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই টোলপ্লাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও পি যাদব। যদিও মারধর ও লুঠপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সার্কেল ইনস্পেক্টর নীতিন সিং।

Advertisement

[পুলিশের হাতেই যৌন নিগ্রহের শিকার মেয়ে, মানসিক আঘাতে মৃত্যু বাবার]

এমনিতেই উত্তরপ্রদেশে পুলিশের খুব একটা সুনাম নেই। যোগীর রাজ্যে মহিলাদের যৌন হেনস্তা ও ধর্ষণে্র মতো অপরাধে পুলিশকর্মীদেরই বিরুদ্ধে অভিযোগ ওঠে। দিন কয়েক আগে বালিয়ায় এক নাবালিকার উপর যৌন হেনস্থার চালানোর অভিযোগ উঠেছিল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। আর এবার পুলিশি জুলুমের হাত থেকে রক্ষা পেলেন না টোলপ্লাজার কর্মীরা। আগ্রা-দিল্লি হাইওয়ের ওই টোলপ্লাজার কর্মীদের মারধর ও নগদ ৪০ হাজার টাকা লুটের অভিযোগ উঠল মথুরার এক সার্কেল ইনস্পেক্টর-সহ ছয়জন পুলিশকর্মীর বিরুদ্ধে! টোলপ্লাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও পি যাদবের অভিযোগ, গত ২২ আগস্ট রাতে সাড়ে এগারো নাগাদ পাঁচজন পুলিশকর্মীকে নিয়ে একটি গাড়ি চেপে ওই টোলপ্লাজায় হাজির হন সার্কেল ইনস্পেক্টর নীতিন সিং। দ্রুতগামীর গাড়ির জন্য নির্দিষ্ট লেনে ঢুকে পড়েন তাঁরা। কিন্তু, পুলিশের গাড়িতে দ্রুতগামী গাড়ির স্টিকার লাগানো ছিল না। তাই লেন থেকে বেরনোর মুখে ব্যারিকেডটি বন্ধ হয়ে যায়। আটকে পড়ে সার্কেল ইনস্পেক্টর গাড়ি। গাড়ি থেকে নেমে টোলপ্লাজার কর্মীদের হুমকি দিতে শুরু করেন পুলিশকর্মীরা। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই টোলপ্লাজার কর্মীদের মারধর করে নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে চলে যান সার্কেল ইন্সপেক্টর-সহ ওই ছয়জন পুলিশকর্মী। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে টোলপ্লাজার সিসিটিভি ক্যামেরায়।

[আপনার স্মার্টফোনের তথ্য এবার সুরক্ষিত রাখবে কেন্দ্রই]

যদিও টোলপ্লাজার কর্মীদের মারধর ও টাকা লুটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সার্কেল ইনস্পেক্টর নীতিন সিং। সার্কেল ইনস্পেক্টর দাবি, ২২ আগস্ট রাতে দিল্লি-আগ্রা হাইওয়েতে ওই টোলপ্লাজার কাছে টহলদারি ভ্যানে ছিলেন তিনি। সেইসময় তিন জন লোক তাঁর কাছে এসে অভিযোগ করে, ওই টোলপ্লাজার কর্মীরা অতিরিক্ত টাকা চাইছেন। মথুরার সার্কেল ইনস্পেক্টর নীতিন সিং বলেন, ‘আমরা ওই টোলপ্লাজার ম্যানেজার-সহ ২৫ জন কর্মীর বিরুদ্ধে অশান্তি পাকানো, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছি।’

[দেশে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লু-এ মৃতের সংখ্যা জানলে চোখ কপালে উঠবে]

The post OMG! হাইওয়ের টোলপ্লাজা থেকে টাকা লুট করলেন পুলিশকর্মীরাই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার