shono
Advertisement

তিন তালাকে মহিলাদের না বলার অধিকার নিয়ে সরব সুপ্রিম কোর্ট

যে সময় থেকে তিন তালাক চলছে তখন কি হোয়্যাটসঅ্যাপে তালাক পাঠানোরও চল ছিল? কটাক্ষ শীর্ষ আদালতের৷ The post তিন তালাকে মহিলাদের না বলার অধিকার নিয়ে সরব সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:05 PM May 17, 2017Updated: 06:35 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক দেওয়ার অধিকার যেমন আছে পুরুষদের৷ তেমনই তাৎক্ষণিক তিন তালাকে না বলার অধিকার কি মহিলাদের দেওয়া যেতে পারে না? বুধবার এই প্রশ্নই তুলে দিলেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জে এস খেহর৷

Advertisement

‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি  ]

তিল তালাক রদ করতে রাষ্ট্রীয় মুসলিম মোর্চার আবেদনের ভিত্তিতে চলছে এই শুনানি৷ গতকালই তিন তালাকের পক্ষে সওয়াল করেছেন দুঁদে আইনজীবী কপিল সিব্বল৷ তাঁর মতে যে প্রথা দীর্ঘ ১৪০০ বছর ধরে চলছে তাকে একদিনে ইসলামবিরোধী বলা যায় না৷ কারণ তাঁর দাবি, তিন তালাক একটি বিশ্বাসের ব্যাপার৷ সেখানে সাংবিধানিক নৈতিকতার প্রশ্ন চলে না৷ তাঁর দাবি, অযোধ্যায় রামের জন্মও যেমন বিশ্বাসের ব্যাপার, তিন তালাকও সেরকম বিশ্বাসের বিষয়৷ যদিও তাঁর সওয়ালের পর কটাক্ষ করে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, যে সময় থেকে তিন তালাক চলছে তখন কি হোয়্যাটসঅ্যাপে তালাক পাঠানোরও চল ছিল?

এই মামলার শুনানিতেই বুধবার বিচারপতি খেহর কপিল সিব্বলের কাছে জানতে চান, তিন তালাকে মহিলাদের না বলার অধিকার দেওয়া যায় কি না? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল বোর্ডের হয়ে লড়ছেন কপিল৷ তিন তালাকের বৈধতা প্রমাণ করাই তাঁর পেশাগত দায়িত্ব৷ আর তাই তিন তালাকের হয়ে একের পর এক যুক্তি দেখাচ্ছেন তিনি৷ অন্যদিকে মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় সওয়াল করছেন রাম জেঠমালানি৷ তাই কপিলের কাছেই এ প্রশ্ন করেছে সর্বোচ্চ আদালত৷ যদি তাৎক্ষণিক তিন তালাক নাকচের অধিকার থাকে মুসলিম মহিলাদের, তবে এই মামলা অন্যদিকে মোড় নিতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের৷

The post তিন তালাকে মহিলাদের না বলার অধিকার নিয়ে সরব সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার