সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা দিল্লির বসন্ত কুঞ্জে। বেপরোয়া গতিতে থাকা একটি চারচাকা গাড়ি আচমকা উঠে পড়ল ফুটপাথে। চোখের নিমেষে পিষে দিল ঘুমন্ত তিনজন ফুটপাথবাসীকে। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক গাড়ির চালককে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ২টো ৩৩মিনিট নাগাদ অ্যাম্বিয়েন্স মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। চারচাকা গাড়িটি বেপরোয়া গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ফুটপাথের উপর উঠে পড়ে। সেই সময় সেখানে ৪ জন ঘুমাচ্ছিলেন। গাড়িটির চাকায় পিষে যান তাঁরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাকি দু’জন সেখানেই চিকিৎসাধীন। ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম শিবম (২৯)। তিনি করোল বাগের বাসিন্দা। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিবমকেও।
পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন রাতে সপরিবারে শিবম একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। বসন্ত কুঞ্জে আসার পরই তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং ফুটপাথে উঠে পড়ে। তারপরই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
