shono
Advertisement

কাঁধে রোগী, রেললাইন ধরে হাসপাতালের উদ্দেশ্যে ছুটলেন পুলিশকর্মী

সাক্ষাৎ দেবদূত! The post কাঁধে রোগী, রেললাইন ধরে হাসপাতালের উদ্দেশ্যে ছুটলেন পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:27 PM Feb 24, 2019Updated: 02:27 PM Feb 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের হোসানডাঙ্গা স্টেশনের থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রেললাইনের পাশে অসুস্থ অবস্থায়  পড়েছিলেন এক ব্যক্তি। বিষয়টি নজরে পড়েছিল এক পুলিশকর্মীর। নাম পুনম বিল্লোর। এরপরই দেবদূতের মতো ওই ব্যক্তিকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। তবে ওই এলাকায় অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলা কার্যত অসম্ভব ছিল। তাই অসুস্থ ব্যক্তিকে কাঁধে নিয়ে ছুটে হাসপাতালে পৌঁছে দেন পুলিশ কনস্টেবল পুনম। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। 

Advertisement

[রাজনীতিতে যোগ দিতে চান প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢ়রা!]

বিরল এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের হোসাঙ্গাবাদে। শুক্রবার ডিউটি করার সময় হঠাৎই হোসাঙ্গাবাদ স্টেশনের প্রায় দেড় কিলোমিটার দূরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন ওই পুলিশকর্মী। কাছে গিয়ে দেখেন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। এরপর আর কোনও কিছু না ভেবেই অসুস্থ ওই ব্যক্তিকে কাঁধে তুলে নেন তিনি। এরপর রেললাইন ধরে দৌড়ে ওই ব্যক্তিকে নিয়ে পৌঁছন পগধাল স্টেশনে। সেখানে ওই ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করেন ওই পুলিশকর্মী। এখনও সেখানে চিকিৎসাধীন ওই ব্যক্তি। মাথায় গভীর ক্ষত রয়েছে বলে সুূত্রের খবর। তবে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ঘটে যাওয়া এই গোটা বিষয়ের বিবরণ নিজেই দিয়েছেন পুনম। তিনি বলেন, ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে শুধু এটাই মনে হয়েছিল তাকে সুস্থ করতে হবে। আর ওই এলাকায় অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া অসম্ভব। তাই তাকে হাসপাতালে পৌঁছনোর কেবল এই একটি মাত্র উপায়ই ছিল।

[কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড]

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সম্ভবত এদিন ট্রেনে কোথাও যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। তবে তাঁর নাম পরিচয়ও এখনও জানা যায়নি বলে সূত্রের খবর। অসাবধানতার জেরেই এই ঘটনা কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অসুস্থ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে কীভাবে ঘটেছিল এই  দুর্ঘটনা। 

The post কাঁধে রোগী, রেললাইন ধরে হাসপাতালের উদ্দেশ্যে ছুটলেন পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement