shono
Advertisement

Breaking News

Karnataka

মুসলিমদের নিয়ে 'আপত্তিকর' মন্তব্য, কর্ণাটকে প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে FIR

সমাজমাধ্যমে ভাইরাল হয় গেরুয়া নেতার বিতর্কিত পোস্ট।
Published By: Kishore GhoshPosted: 08:18 PM Feb 22, 2025Updated: 08:18 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম সম্প্রদায়কে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করেছিলেন কর্নাটকের প্রাক্তন বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। শনিবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দক্ষিণের রাজ্যের পুলিশ। জানা গিয়েছে, কদিন আগে মাইসুরুতে থানায় হামলার ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রতাপ। কী বলেছেন তিনি?

Advertisement

সম্প্রতি উদয়গিরিতে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুব কংগ্রেসের সভাপতি সৈয়দ আবরার। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, "মুসলিমদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন প্রতাপ। তিনি মন্তব্য করেছেন, মুসলিমরা এই দেশের নাগরিকই নন। তারা কেবল নিজেদের জনসংখ্যা বাড়িয়ে চলেছে।" অভিযোগে আরও বলা হয়েছে, বিজেপি নেতার মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। "তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।" বলেও মন্তব্য করা হয়।

সম্প্রতি মাইসুরুর বাসিন্দা সতীশ আকা পানদুরাঙ্গা সমাজমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন। যেখানে মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তোপ দাগেন, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালকেও। ওই মন্তব্যের পরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মাইসুরুর কিছু এলাকা। একটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বহু মানুষ। ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। এই ঘটনার পরেই বিজেপি নেতা প্রতাপ সিমহা মন্তব্য করেন, "সন্তান জন্মানো ছাড়া মুসলিমরা কিছুই করেনি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি মাইসুরুর বাসিন্দা সতীশ আকা পানদুরাঙ্গা সমাজমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন।
  • বিজেপি নেতা প্রতাপ সিমহা মন্তব্য করেন, "সন্তান জন্মানো ছাড়া মুসলিমরা কিছুই করেনি।"
Advertisement