সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে দুর্নীতি মামলা রুজু করল সিবিআই (CBI)। কেবল সমীরই নয়, আরও দুই সরকারি কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। মুম্বইয়ের ২৯টি স্থানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ওয়াংখেড়ের পাশাপাশি এক ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসারও রয়েছেন অভিযুক্তের তালিকায়। ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির আশ্রয় নিয়ে তিনি সম্পত্তি বাড়িয়েছেন।
[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গে’র বৈজ্ঞানিক সমীক্ষা করতে ASI’কে নির্দেশ হাই কোর্টের]
প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। ওয়াংখেড়ের নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। মূলত, আরিয়ান মাদককাণ্ডের পর থেকেই খবরে আসেন সমীর ওয়াংখেড়ে।
আরিয়ান মামলাকে (Aryan Case) প্রভাবিত করতেই তাঁকে ফাঁসানো হচ্ছে, এই অভিযোগ আগেই করেন তিনি। আরিয়ান মামলা ধামাচাপা দিতে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছেন তিনি, এমন খবরও ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন ওয়াংখেড়ে।