সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তার পর ১৫ ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষায় বসবে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।
গত মাসেই সেন্ট্রাল বোর্ডের তরফে অফিসিয়াল ওয়েবসাইটে আগামী বছরের পরীক্ষার সময়সূচি জানানো হয়। তবে সেসময় পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়নি। বুধবার রাতে সিবিএসইর ওয়েবসাইটে পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হবে বোর্ড পরীক্ষা। ওইদিন ইংরাজি পরীক্ষা দেবে দশম শ্রেণির পড়ুয়ারা। দ্বাদশের পড়ুয়াদের জন্য অন্ত্রপ্রনোরশিপ পরীক্ষা রয়েছে প্রথম দিন। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
বোর্ডের তরফে জানানো হয়েছে, এই প্রথমবার ৮৬ দিন আগে প্রকাশিত হল পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি। গত বছরের থেকে ২৩ দিন আগেই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে সিবিএসই বোর্ড। তবে পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি।
কীভাবে জানা যাবে সিবিএসই পরীক্ষার সময়সূচি?
১. সিবিএসইর অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.inতে ক্লিক করুন।
২ . হোমপেজে গিয়ে Main Website লিঙ্কে ক্লিক করুন।
৩. একটি নতুন পেজ খুলবে। সেখানে গিয়ে "Date Sheet for Class X and XII for Board Examinations - 2025 (7.65 MB) 20/11/2024New_img" তে ক্লিক করুন।
৪. এই লিঙ্কে ক্লিক করলে একটি পিডিএফ আসবে।
৫. ওই পিডিএফ ডাউনলোড করলেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জানা যাবে।