সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন মাসে দ্বিতীয়বার। ফের দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে বাড়ি ছাড়ার নোটিস! অন্তত এমনটাই অভিযোগ করছেন অতিশী। তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে তাঁকে ঘরছাড়া করতে চাইছে বিজেপি।
অতিশী মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার পরই অভিযোগ করেছিলেন, তাঁকে বাড়িছাড়া করার চেষ্টা হচ্ছে। সেসময় দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁকে সরকারি বাসভবন থেকে উৎখাত করেছে পূর্ত দপ্তর। এমনকী বের করে দেওয়া হয়েছে তাঁর আসবাবপত্রও। মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই ফের একই অভিযোগ করলেন অতিশী। দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করলেন, আবারও ঘরছাড়া করার নোটিস দেওয়া হয়েছে তাঁকে। ৬, ফ্ল্যাগ স্টাফ রোডের মুখ্যমন্ত্রীর বাসভবন বাতিল করেছে কেন্দ্র। এই নিয়ে ৩ মাসে দ্বিতীয়বার এই ধরনের নোটিস পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
অতিশী বলছেন, এভাবে তাঁকে ঘরছাড়া করার চেষ্টা করেও জনতার কাজ বন্ধ করা যাবে না। দরকারে সাধারণ দিল্লিবাসীর বাড়িতে থেকে কাজ করে যাবেন তিনি। বিজেপির অবশ্য দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সংস্কারের কাজ চলছে। তাই অতিশীকে অন্য বাংলো বেছে নিতে বলা হয়েছে। দুটি বিকল্পও পাঠানো হয়েছে তাঁর কাছে। একটি রাজ নিবাস রোডে, অন্যটি দরিয়াগঞ্জ আনসারি রোডে। তবে এ ব্যাপারে দিল্লি সরকারের তরফে কিছু জানানো হয়নি।
ভোটের মুখে অতিশীর বাড়ি কাণ্ডে স্বাভাবিকভাবেই রাজনীতির পারদ চড়ছে। উল্লেখ্য, মঙ্গলবারই কমিশনের তরফে দিল্লির ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে। একদফাতেই হবে ভোটগ্রহণ। নির্বাচনের তিনদিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটগণনা।