সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রের তিরুপতি মন্দিরে অদূর ভবিষ্যতে কাজ পাবেন না অহিন্দু কর্মীরা। একপ্রকার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবাবু নায়ডু। তিনি স্পষ্ট বলছেন, "তিরুপতির মতো হিন্দু মন্দিরে শুধু হিন্দুদেরই কাজ পাওয়া উচিত। যারা এখন কাজ করছেন তাদের মধ্যে যদি কেউ অহিন্দু থেকে থাকেন তাদের অন্য কোথাও সরিয়ে দেওয়া উচিত।"

শুক্রবার নাতির জন্মদিন উপলক্ষে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছেন নায়ডু। পুজো দেওয়ার পর তিনি মন্দিরের উন্নতিতে বেশ কিছু প্রকল্প ঘোষণার পাশাপাশি মন্দিরের জমিতে প্রস্তাবিত মুমতাজ হোটেলের প্রকল্পও বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। চন্দ্রবাবু নায়ডুর সাফ কথা, "তীর্থক্ষেত্রের পবিত্রতা কোনওভাবেই নষ্ট করা যাবে না।" নায়ডু বলছেন, "অহিন্দু কারও কাজ করা উচিত নয় তিরুপতি মন্দিরে।"
উল্লেখ্য, তিরুপতি মন্দিরে অহিন্দুদের কাজ করা নিয়ে বিতর্ক পুরনো। মাস দেড়েক আগে তিরুপতি মন্দিরে ১৮ জন অহিন্দু কর্মীকে স্বেচ্ছাবসরের নির্দেশ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেসময় তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) বোর্ডের অধ্যক্ষ বিআর নায়ডু স্পষ্ট ভাবে জানিয়ে দেন, "শুধুমাত্র হিন্দু কর্মীই দেবস্থানে কাজ করতে পারবেন। ধর্মীয় আস্থার সঙ্গে আমরা কোনও আপস করব না। ওই ১৮ জন কর্মীকে অহিন্দু রীতি পালনের সময় হাতেনাতে ধরা হয়েছে। যার জেরেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।" বোর্ডের তরফে জানানো হয়েছে, মন্দিরে তাঁরা যে দায়িত্বে কর্মরত ছিলেন সেখান থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ‘এনডোমেন্ট অ্যাক্ট’ অনুযায়ী টিটিডির সমস্ত কর্মী হিন্দু সংস্কার মানতে বাধ্য থাকবেন। এ প্রসঙ্গে বোর্ডের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তিরুমালায় হিন্দু আস্থার সঙ্গে কোনও আপস করা হবে। দেবস্থানের সংস্কৃতিকে সম্মান করতে হবে সকলকে। চন্দ্রবাবু নায়ডুর ইঙ্গিত, আগামী দিনে ওই আইন আরও কঠোরভাবে কার্যকর করা হবে।