shono
Advertisement

Breaking News

Kunal Kamra

নতুন প্যারোডিতে নির্মলা সীতারমণকে নিশানা! কুণালকে সমন মুম্বই পুলিশের

বুধবার সমাজমাধ্যমে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন কৌতুকশিল্পী।
Published By: Kishore GhoshPosted: 06:31 PM Mar 26, 2025Updated: 06:31 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগে যুগে সামাজিক বিভ্রান্তি, ভুল, অসঙ্গতি ধরিয়ে দিয়েছেন কৌতুকশিল্পীরা। সভ্যতার বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন তাঁরা। সেই কাজ করেই বিতর্কে জনপ্রিয় কৌতুক শিল্পী কুণাল কামরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেছেন। ওই মন্তব্যের জেরে বুধবার কুণালকে দ্বিতীয়নার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। এর মধ্যেই আরও একটি ভিডিওতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নিশানা করার অভিযোগ উঠেছে কুণালের বিরুদ্ধে। 

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতিতে শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে 'গদ্দার' বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এমনকী তাঁকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন তিনি।

কুণালের আইনজীবী জানিয়েছেন, পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছিলেন কৌতুকশিল্পী। যদিও পুলিশ সেই অনুরোধ রাখেনি। পালটা দ্বিতীয়বার সমন পাঠিয়েছেন তদন্তকারীরা। এই আবহে বুধবার ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে নতুন ভিডিও আপলোড করেছেন কুণাল কামরা। যেখানে জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র ‘হাওয়া হাওয়াই’ গানের প্যারোডি গাইতে দেখা গিয়েছে তাঁকে। এই গানেও গেরুয়া রাজনীতিকে বিদ্রুপ করেছেন জনপ্রিয় এই কৌতুকশিল্পী। অভিযোগ, এই গানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নিশানা করেছেন কুণাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুণালের আইনজীবী জানিয়েছেন, পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছিলেন কৌতুকশিল্পী।
  • সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে।
Advertisement