সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৬ মাসের ব্যবধানে ফের বাড়তে চলেছে একাধিক জীবনদায়ী ওষুধের দাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দ্রুতই ক্যানসার, হৃদরোগ এবং ডায়াবেটিস-সহ একাধিক রোগ প্রতিষেধক ওষুধের দাম বাড়তে পারে। যদিও ওই নতুন দাম বাজারে কার্যকর হবে মাস তিনেক বাদে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের দাবি অনুযায়ী, খুব শীঘ্রই ওই অতি প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধগুলির দাম ১.৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে বাজারে এখন মোটামুটি ৯০ দিনের মতো ওই প্রয়োজনীয় ওষুধগুলি মজুত আছে। ফলে এখনই দামের সরাসরি প্রভাব সাধারণ গ্রাহকদের উপর পড়বে না। তবে ৯০ দিন পর সাধারণ গ্রাহককেও ওই বাড়তি দামে ওষুধ কিনতে হবে।
অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের এক কর্তা বলছেন, দাম বাড়ার ফলে কিছুটা সুরাহা পাবেন ওষুধ প্রস্তুতকারকরা। কারণ ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রীর দাম অনেকটা বেড়ে গিয়েছে। বাধ্য হয়ে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি লাগাতার চাপ দিচ্ছিল দাম বাড়ানোর জন্য। যার জেরে তাই বাধ্য হয়েই ওষুধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে এক ধাক্কায় বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। চোখের ছানি থেকে শুরু করে, অ্যাজমা, যক্ষা, থ্যালাসেমিয়া-সহ আরও একাধিক ওষুধের দাম সেসময় বাড়ানো হয়। এই ঘটনায় কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখা যায় নানা মহলে। চলতি বছরের এপ্রিল মাসেও প্যারাসিটামল-সহ প্রায় ৮০০টি ওষুধের দাম একধাক্কায় ব্যাপক বাড়ানো হয়। অর্থাৎ গত ১১ মাসে ৩ বার দাম বাড়ল ওষুধের।