shono
Advertisement
Maha Kumbh Relief

যোগীর ঘোষণাই সার, ২ মাস পরও মেলেনি মহাকুম্ভে পদপিষ্টে মৃতদের ২৫ লক্ষ আর্থিক সাহায্য!

২৯ জানুয়ারি মহাকুম্ভের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের।
Published By: Kishore GhoshPosted: 04:55 PM Mar 26, 2025Updated: 05:03 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩০ জন পুণ্যার্থীর। যার পর মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় ঘোষণা করেছিল যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার। যদিও পদপিষ্টের ঘটনার পর মাস দুয়েক কেটে গেলেও বহু পরিবারে অভিযোগ, মেলেনি ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য।

Advertisement

এই বিষয়ে 'মেলা অধিকারী' বিজয় কিরণ আনন্দের বক্তব্য, প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার মানডার মৃতদের পরিবারগুলির অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠিয়েছেন। প্রয়োজনে নথি-সহ পরিবারগুলি যোগাযোগ করতে পারে। যদিও মানডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি, বরং মহাকুম্ভ কর্তৃপক্ষের সঙ্গেই যোগাযোগ করতে বলেন।

যদিও অব্যবস্থা স্পষ্ট। কারণ, এখনও মৃতদের একটি তালিকা প্রকাশ করতেই পারেনি যোগী সরকার। যদিও বেশ কিছুদিন আগেই কুম্ভের ডেপুটি আইজি বৈভব কৃষ্ণা জানিয়েছিলেন, খুব শীঘ্রই মৃতদের অন্তিম তালিকাটি প্রকাশিত হবে। উত্তরপ্রদেশ সরকার মোট ৩০ জন মৃতের কথা জানালেও আজ অবধি সেই তালিকা প্রকাশ করেনি বলেই অভিযোগ।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পদপিষ্টে ভুক্তভোগী বহু পরিবারের বক্তব্য---২৯ জানুয়ারি মৃত্যু হয়েছে পরিবারের সদস্যের, যদিও আজ অবধি আর্থিক সাহায্য় মেলেনি। বেশ কয়েকটি পরিবার ক্ষোভের সঙ্গে জানিয়েছে, ২৫ লক্ষ টাকার বদলে মাত্র ৫ লক্ষ টাকা মিলেছে। কেউ কেউ জানিয়েছেন, এখন পাঁচ লক্ষই পেয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি টাকা কিস্তিতে পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার মানডার মৃতদের পরিবারগুলির অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠিয়েছেন।
  • ২৯ জানুয়ারি মৃত্যু হয়েছে পরিবারের সদস্যের, যদিও আজ অবধি আর্থিক সাহায্য় মেলেনি।
Advertisement