সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঠুয়ায় নির্যাতিতার বয়স কত ছিল? আট? তার উপর অকথ্য নির্যাতনের খবর প্রকাশ্যে আসতে শিউরে ওঠে গোটা দেশ। উন্নাও-কাঠুয়ার পর এবার ঘটনাস্থল ছত্তিশগড়। বৃহস্পতিবার কবীরধাম জেলায় মাত্র ১০ বছরের এক শিশুকন্যা তার দাদার বিয়েবাড়িতে যোগ দিতে গেলে সেখানে তাকে ধর্ষণের পর পাথরের আঘাতে খুন করে দাদারই এক বন্ধু।
[বিদ্রোহের পার্টি কংগ্রেস, রীতি ভেঙে দাবি গোপন ব্যালটে ভোটাভুটির]
অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কিশোরী তার পূর্বপরিচিত ছিল বলেই পুলিশ জানতে পেরেছে। ধৃত উত্তম সাহু পুলিশি জেরায় স্বীকার করেছে, সে-ই বিয়েবাড়ি থেকে কথায় কথায় ওই নাবালিকাকে ভুলিয়ে কাছের একটি ঝোপে নিয়ে যায়। সেখানে কিশোরীর মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। পরে প্রমাণ লোপাটের জন্য মাথায় ভারী পাথরের আঘাত করে তাকে হত্যা করে। হত্যাকারী নিহত কিশোরীর দাদার বন্ধু ছিল। বোনের মুখ থেকে নির্যাতনের ঘটনা জেনে ফেললে বন্ধু রাগ করবে, এই ভেবেই ওই নিষ্পাপ কিশোরীকে হত্যা করে সাহু, প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
[বায়ুসেনা ঘাঁটিতে ফের জঙ্গি হামলার আশঙ্কায় পাঠানকোটে জারি হাই অ্যালার্ট]
এদিকে, আচমকাই বিয়েবাড়ি থেকে ওই কিশোরী নিখোঁজ হয়ে যাওয়ায় চারদিকে শোরগোল পড়ে যায়। সকলেই তাকে খুঁজতে বেরোয়। তল্লাশির সময় আচমকাই দেখতে পাওয়া যায়, গ্রামেরই একটি নদীর ধারে কিশোরীর মৃতদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। বিয়েবাড়িতে কান্নার রোল ওঠে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্ত সাহুকে জেরা করে সত্যিটা জানতে পারে। সাহুর বহুদিন ধরেই ওই কিশোরীর উপর কুনজর ছিল বলে জানিয়েছেন নির্যাতিতার আত্মীয়রা। পুলিশ সূত্রে খবর, ধৃত সাহুর বাড়ি কুন্ডা পুলিশ স্টেশনের রেহাউতা গ্রামে। ওই কিশোরীর মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় বারবার পাথরের আঘাত করে অভিযুক্ত।
The post কাঠুয়া কাণ্ডের ছায়া ছত্তিশগড়ে, দাদার বিয়েতে নাবালিকাকে ধর্ষণ করে খুন appeared first on Sangbad Pratidin.
