shono
Advertisement
Chhattisgarh

স্কুলের প্রশ্নপত্রে কুকুরের নাম 'রাম'! বিজেপি শাসিত ছত্তিশগড়ে পুড়ল কুশপুতুল, তুঙ্গে বিতর্ক

ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে অভিযোগ।
Published By: Anustup Roy BarmanPosted: 05:26 PM Jan 08, 2026Updated: 08:23 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে এবার উত্তেজনা তুঙ্গে উঠেছে। মহাসমুন্দ জেলায় একটি স্কুলের পরীক্ষায় ইংরেজি ভাষার প্রশ্ন নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। এই প্রশ্ন একটি বিতর্কের জন্ম দিয়েছে। জানা গিয়েছে, একটি প্রশ্নে কুকুরের নাম বেছে নিতে বলা হয়। উত্তরের বিকল্পগুলির মধ্যে 'রাম' শব্দটি ছিল।

Advertisement

প্রশ্নটিতে বলা হয় মোনার কুকুরের নাম বলতে হবে। যেখানে চারটি বিকল্পের মধ্যে 'রাম' ছিল। হিন্দু সংগঠনগুলি এর বিরধিতা করেছে। উত্তরের বিকল্পগুলির মধ্যে রাম নামটি অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে তাঁরা। দাবি, ভগবান রামের নাম হিসেবে 'রাম' একটি সম্মানিত নাম। তাঁদের অভিযোগ, এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে।

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা মহাসমুন্দের জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) বিজয় লাহরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তাঁর কুশপুত্তলিকাও দাহ করা হয়। এই ঘটনায় জেলা শাসক বিজয় কুমার লাঙ্গের কাছে একটি চিঠি দেওয়া হয়।

লাঙ্গে জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। ডিইও তাঁকে রিপোর্ট দেবেন বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, মহাসমুন্দ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রাজনন্দগাঁও জেলায় এই প্রশ্নপত্র ছাপা হয়। জেলা প্রশাসক দাবি করেন, প্রিন্টার মূল প্রশ্নগুলি পরিবর্তন করেছে এবং স্কুল শিক্ষা বিভাগ এই পরিবর্তনের জন্য দায়ী নয়। কিছু অভিভাবক এই নাম নিয়ে আপত্তি জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রশ্নপত্র নিয়ে এবার উত্তেজনা তুঙ্গে।
  • পরীক্ষায় ইংরেজি ভাষার প্রশ্ন নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
  • এই প্রশ্ন একটি বিতর্কের জন্ম দিয়েছে।
Advertisement