shono
Advertisement
UTS to RailOne app

UTS-এ কাটা বার্ষিক টিকিটের কী হবে? চটপট ট্রান্সফার করে নিন এভাবে

এভাবে চটপট ট্রান্সফার করে নিন টিকিট।
Published By: Tiyasha SarkarPosted: 03:38 PM Jan 09, 2026Updated: 04:08 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই জানা গিয়েছিল বন্ধ হতে চলেছে UTS অ্যাপ (UTS App)। ফলে মোবাইলে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যদিও পরবর্তীতে জানা যায়, UTS অ্যাপের যাবতীয় সুবিধা মিলবে RailOne অ্যাপে। অনেকেই আছেন যারা UTS অ্যাপেই মাসিক, ত্রৈমাসিক বা গোটা বছরের টিকিট কেটে রাখেন। এখানেই প্রশ্ন ছিল, তবে কি সেই টাকা জলে? উত্তর হল, না! চিন্তার কোনও কারণ নেই। যাদের দীর্ঘমেয়াদি টিকিট কাটা, তা নিমেষেই ট্রান্সফার করে নেওয়া যাবে নয়া এই অ্যাপে। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি।

Advertisement

১. প্রথমেই নিজের ফোনে RailOne অ্যাপটি ডাউনলোড করুন। মনে রাখবেন UTS অ্যাপটি আপডেটেড হওয়া আবশ্যক। এরপর ইউটিএস অ্যাপে খুঁজে নিন ট্রান্সফার টিকিট লিঙ্ক অপশন।

২. এরপর বেছে নিন আপনার কতদিনের জন্য টিকিট কাটা ছিল। অর্থাৎ মাসিক, ত্রৈমাসিক নাকি বার্ষিক।

৩. মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে দুটি অ্যাপকে সংযুক্ত করার অপশন। নির্দেশিকা অনুযায়ী অপশনগুলো বেছে নিতে হবে আপনাকে।

৪. এরপর UTS অ্যাপের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে RailOne-এ লগ ইন করুন।

৫. ব্যস, আপনার কাজ শেষ। এবার দেখতে পাবেন UTS-এর ব্যালান্স অর্থাৎ আপনার কাটা টিকিট দেখাবে RailOne-এও।

প্রসঙ্গত, এখনও চালু রয়েছে UTS অ্যাপ। তবে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক টিকিট আর কাটা যাচ্ছে না। সেশন টিকিট অপশনে ক্লিক করলেই RailOne অ্যাপটি ডাউনলোডের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি UTS-এ বেশ কিছু সমস্যা ও দেখা যাচ্ছে। তার মধ্যে মূল হল, অ্যাপটি স্লো হয়ে গিয়েছে। অনেকক্ষেত্রেই পেমেন্ট করতে গিয়ে বিপাকে পড়ছেন যাত্রীরা। তাই শেষদিন অবধি অপেক্ষা না করে আগেভাগেই নয়া অ্যাপ ব্যবহারে কমবে ঝক্কি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমেই নিজের ফোনে RailOne অ্যাপটি ডাউনলোড করুন। মনে রাখবেন UTS অ্যাপটি আপডেটেড হওয়া আবশ্যক। এরপর ইউটিএস অ্যাপে খুঁজে নিন ট্রান্সফার টিকিট লিঙ্ক অপশন।
  • মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে দুটি অ্যাপকে সংযুক্ত করার অপশন।
  • UTS অ্যাপের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে RailOne-এ লগ ইন করুন।
Advertisement