shono
Advertisement
Kunal Ghosh

'দলীয় রাজনীতিতে সবচেয়ে সফল মমতা', নেতাজির সঙ্গে তুলনা টেনে কী বললেন কুণাল?

কুণাল ঘোষের কথায় উঠে এসেছে প্রণব মুখোপাধ্যায়ের তুলনাও। নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেছেন দলের রাজ্য় সাধারণ সম্পাদক।
Published By: Sucheta SenguptaPosted: 04:30 PM Jan 05, 2025Updated: 04:37 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নেতাজি সুভাষচন্দ্র বসুকেও ছাপিয়ে গিয়েছে। সরকারি তথ্যমতে দলনেত্রীর জন্মদিনে এভাবেই তাঁর বন্দনায় মুখর হলেন দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বোঝাতে চাইলেন, নেতাজির মতো দেশনায়ক, যিনি স্বাধীনতার স্বপ্ন সত্যি করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্ত্র সংগ্রামে, তিনিও আলাদা রাজনৈতিক দল গড়ে তেমন সাফল্য পাননি। সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় রাজনীতিতে দেশের মধ্যে সবচেয়ে সাফল্যের নজির গড়েছেন বলে দাবি কুণালের।

Advertisement

সরকারি নথি অনুযায়ী, আজ অর্থাৎ ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। যদিও তাঁর আসল জন্মদিন দুর্গাষ্টমীতে। নিজের লেখা 'একান্তে' বইতে সেই তথ্য তুলে ধরেছেন মমতা। কিন্তু ৫ জানুয়ারি দিনটি তা সত্ত্বেও নেত্রীর জন্মদিন হিসেবে পালন করে থাকেন দলের সহকর্মীরা। এমন দিনেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাঁর কৃতিত্বের কথা তুলে ধরলেন। তুলনা টানলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। তাঁর কথায়, “কংগ্রেসেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে নেতাজি সুভাষচন্দ্র বসু আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি ঐতিহাসিক বিপ্লবী। তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। আর সেই জায়গায় সবচেয়ে সফল মমতা বন্দ্যোপাধ্যায়।”

কুণাল ঘোষ এ প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তুলনাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, “প্রণব মুখোপাধ্যায়ও আলাদা দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ সফল হয়েছেন, তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর এহেন মন্তব্য নিয়ে বিরোধীরা সমালোচনা শুরু করেছেন। বিজেপি নেতাদের কটাক্ষ, মমতার সঙ্গে নেতাজির তুলনা! মেনে নেওয়া যায় না। তবে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, শুধুমাত্র দলীয় রাজনীতির ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আকাশছোঁয়া সাফল্যের তুলনায় নেতাজি বা প্রণববাবুর কথা উল্লেখ করা হয়েছে। নেতাজি যে আদর্শ দেশনায়ক, সে ব্যাপারে কোনও তুলনা চলে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলীয় রাজনীতিতে মমতার সাফল্যের কথা তুলে ধরতে নেতাজির সঙ্গে তুলনা কুণালের।
  • তাঁর কথায়, 'নেতাজি সুভাষচন্দ্র বসু আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি।'
Advertisement