shono
Advertisement

স্টেশন থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার বিজেপি কাউন্সিলরের বাড়িতে! বড় চক্রের হদিশ মথুরায়

শিশুপাচারের অভিযোগে গ্রেপ্তার ৮ জন।
Posted: 08:55 PM Aug 29, 2022Updated: 09:51 PM Aug 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরা রেল স্টেশনে (Mathura Junction) ঘুমন্ত মা-বাবার পাশ থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরে ফিরোজাবাদের (Firojabad) এক বিজেপি (BJP) কাউন্সিলরের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করল পুলিশ। এইসঙ্গে শিশুপাচারের এক বড়সড় চক্রের সন্ধান মিলেছে, এমনটাই দাবি করা হয়েছে মথুরা পুলিশের তরফে। ঘটনায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় গেরুয়া শিবির। 

Advertisement

গতকাল মথুরা স্টেশনের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, প্রায় জনশূন্য রাতের প্লাটফর্মে ঘুমন্ত বাবা-মার পাশ থেকে শিশুটিকে চুরি করছে এক ব্যক্তি। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। চোর ধরতে সাধারণ মানুষকে সহযোগিতা করতে আহ্বান জানায় পুলিশ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড় (Aligarh) ও হাথরসেও (Hathras) খোঁজ শুরু হয় অপরাধীর। সোমবারই রহস্যের কিনারা করে ফেলেন তদন্তকারী আধিকারিকরা। ফিরোজপুরের বিজেপি নেতা তথা এলাকার কাউন্সিলর বিনীতা অগরওয়ালের (Vinita Agarwal) বাড়ি থেকে উদ্ধার করা হয় সাত মাসের শিশুপুত্রটিকে। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। আসরে নেমেছে স্থানীয় বিজেপি বিরোধীরা।

[আরও পড়ুন: এবার রেলের টিকিট বাতিলেও দিতে হবে GST, জেনে নিন বাড়তি কত টাকা গুনতে হবে?]

অভিযোগ, দুই চিকিৎসকের মধ্যস্ততায় বিনীতা ও তাঁর স্বামী ১ লক্ষ ৮ হাজার টাকা দিয়ে শিশুটিকে কেনে। তাঁদের কন্যাসন্তান থাকলেও পুত্রসন্তান নেই। যে কোনও ভাবে পুত্র সন্তান চাইছিলেন তাঁরা। ওই চিকিৎসকরা একটি বড় চক্রের সদস্য, মনে করছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: পরের প্রজন্মেই ভরসা, রিলায়েন্স রিটেলের দায়িত্ব মেয়ে ইশাকে সঁপে দিলেন মুকেশ আম্বানি]

সোমবার সাংবাদিক সম্মেলন করে মায়ের হাতে শিশুটিকে তুলে দেয় রেল পুলিশ। মায়ের কাছে সন্তানের ফিরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অভিযুক্ত চিকিৎসকদের থেকে উদ্ধার হওয়া ৫০০ টাকার বান্ডিলের ছবি। পুলিশ আধিকারিক মহম্মদ মুসতাক জানিয়েছেন, রাতে স্টেশন থেকে শিশুটিকে চুরি করে দীপক কুমার নামের এক ব্যক্তি। দীপক এবং হাথরসের এক হাসপাতালের দুই চিকিৎসক একই চক্রের সদস্য। এই শিশু পাচারচক্রে বেশকিছু স্বাস্থ্যকর্মী যুক্ত রয়েছেন বলেও জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement