shono
Advertisement

দিল্লি পুলিশ নয়, সংসদের নিরাপত্তায় CISF, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নিরাপত্তা লঙ্ঘনের পরেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের।
Posted: 02:18 PM Dec 21, 2023Updated: 03:21 PM Dec 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামলার পরেই বড়সড় বদল সংসদের (Parliament) নিরাপত্তায়। লোকসভা (Loksabha) ও রাজ্যসভা- (Rajyasabha) সহ গোটা সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব পেল সিআইএসএফ। এতদিন পর্যন্ত এই কাজ ছিল দিল্লি পুলিশের। তবে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পরেই তাদের সরিয়ে দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এবার থেকে সংসদের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ। তবে ভবনের বাইরে আগের মতোই দায়িত্বে থাকবে দিল্লি পুলিশ। 

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, সংসদ ভবনের অন্দরে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থাকবে CISF-এর উপর। সংসদে কারা প্রবেশাধিকার পাবেন, CISF-ই সেই সিদ্ধান্ত নেবে। জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই নিরাপত্তার দায়িত্ব নেবে CISF। তবে সংসদের বাইরে নিরাপত্তার দায়িত্বে আগের মতোই থাকবে দিল্লি পুলিশ। দায়িত্ব পাওয়ার পরেই বৃহস্পতিবার গোটা সংসদ পর্যবেক্ষণ করেন CISF আধিকারিকরা।

[আরও পড়ুন: সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে মিছিল ‘ইন্ডিয়া’র, মোদি-শাহের বিবৃতি দাবি খাড়গের]

উল্লেখ্য, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তদন্ত করছে দিল্লি পুলিশ। বুধবার রাতে কর্নাটকের (Karnataka) বাগালকোট থেকে সাই কৃষ্ণ নামের এক যুবককে আটক করা হয়েছে। এই সাই কৃষ্ণ বাগালকোটেরই ডিএসপির ছেলে। পুলিশ সূত্রের খবর, সংসদে হামলাকারী মনোরঞ্জন ডি’র ঘনিষ্ঠ বন্ধু সাই। তাঁরা একসঙ্গে বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন। ইদানিং তিনি এক তথ্য প্রযুক্তি সংস্থার হয়ে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। বাড়িতে বসেই মনোরঞ্জনদের সাহায্য করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। দিল্লি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

[আরও পড়ুন: দুর্নীতি মামলায় সস্ত্রীক জেল তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement