সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিম করতে করতেই হার্ট অ্যাটাক! কিংবা পারিবারিক অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যুর মুখে ঢোলে পড়া। সম্প্রতি এমনই বেশ কয়েকটি ঘটনা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের মধ্যে। এমন মৃত্যুর ঘটনায় অনেক সময়ই ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। যদিও একাংশের মতে, তরুণ প্রজন্মের মধ্যে ক্রমশ হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। এজন্য লাইফস্টাইলকেই দায়ী করছেন কেউ কেউ। এর মধ্যেই আরও এক মর্মান্তিক ঘটনা! ক্লাস চলাকালীনই মৃত্যুর মুখে ঢোলে পড়লেন এক ছাত্রী। সমাজমাধ্যমে ইতিমধ্যে ঘটনার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা একেবারে শিউরে ওঠার মতো।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলায়। মৃত ওই ছাত্রীর নাম নাল্লামিল্লি সিরি। প্রকাশিত খবর অনুযায়ী, জেলার রামচন্দ্রপুরম বলে একটি শহরে বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রী নাল্লামিল্লি। ক্লাস চলাকালীনই হঠাৎ করেই বেঞ্চ থেকে পড়ে যায় ওই ছাত্রী। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনার সময় ক্লাস চলছিল। শিক্ষক বোর্ডে কিছু লিখছিলেন। আর সামনের বেঞ্চে বসে বছর ১৫ র ওই ছাত্রী তা দেখছিলেন। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, তা চলাকালীনই হঠাৎ করে দু'বার হেঁচকি তোলে ওই ছাত্রী। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই একেবারে সটান মেঝেতে পড়ে যায়।
ঘটনায় শিক্ষক এবং ক্লাসে উপস্থিত পড়ুয়ারা একেবারে হকচকিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে সবাই মিলে এগিয়ে এসে ডাকাডাকি শুরু করে। কিন্তু সাড়া না দেওয়ায় দ্রুত নাল্লামিল্লি সিরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই নাল্লামিল্লির মৃত্যু হতে পারে। যদিও তা নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট আসলেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন চিকিৎসকরা।
অন্যদিকে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশও। কীভাবে ওই স্কুল ছাত্রীর মৃত্যু তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরাও।
