সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে যাওয়ার পথে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ। এরপর চলন্ত গাড়িতে ঘণ্টার পর পর ঘণ্টা তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক তারা। গত মঙ্গলবার নারকীয় এই ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত রাজস্থানে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার অর্থাৎ ৬ জানুয়ারি বিকানের জেলার নপাসর এলাকায় ঘটনাটি ঘটেছে। কিন্তু অভিযোগ দায়ের হয়েছে রবিবার। অভিযোগ, এদিন সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। সেই সময় তার পথ আটকায় দুই যুবক। টেনে হিঁচড়ে তারা তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর চলন্ত গাড়িতেই ঘণ্টার পর ঘণ্টা ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী নির্যাতিতাকে বিভিন্ন হুমকি দেওয়া হল বলেও অভিযোগ উঠেছে।
বেশ কিছুটা যাওয়ার পর গাড়িটি পাশের একটি গ্রামে প্রবেশ করে। গাড়িটিকে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরই তারা গাড়িটিকে আটকায়। সেই সময় স্থানীয় বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। উদ্ধার করা হয় নির্যাতিতাকে। এরপরই তার পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে ছাত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তার মা-বাবা। নির্যাতিতা এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
