shono
Advertisement

Breaking News

প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৩

অসমে বন্যার জেরে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। The post প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Jul 20, 2020Updated: 01:21 PM Jul 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে দিল্লি-সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত দিল্লিতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে সোমবার সকালে উত্তরখাণ্ডের (Uttarakhand) পিথোরগড় জেলার একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ হয়েছেন অন্য একটি গ্রামের কমপক্ষে ৯ জন মানুষ। অসমেও নতুন করে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Advertisement

উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার বাঙ্গাপানি এলাকার জিলা গ্রামে মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির ফলে তিন জনের মৃত্যু হয়েছে। আর একই জেলার মুন্সিয়ারি এলাকার টাগা গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৯ জন। খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। খোঁজ চলছে নিখোঁজ হওয়া মানুষদেরও। এর পাশাপাশি প্রবল বর্ষণের ফলে পিথোরগড়-সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

[আরও পড়ুন: উচ্চবর্ণের ব্যক্তির বাইকে হাত দেওয়ার ‘শাস্তি’, নগ্ন করে মারধর কর্ণাটকের দলিত যুবককে]

অন্যদিকে দিল্লিতে বৃষ্টির জেরে রবিবার চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে মিন্টো ব্রিজ এলাকায় জলে ডুবে মারা গিয়েছেন ৬০ বছরের একজন গাড়িচালক। অসমেও সোমবার সকালে বন্যাজনিত কারণে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিহারেও পাটনা-সহ বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।

[আরও পড়ুন: নজরে রাজ্যের আইনশৃঙ্খলা! দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন জগদীপ ধনকড়]

The post প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement