shono
Advertisement

Breaking News

Rahul Gandhi

'কংগ্রেসের উত্তরসূরি বিদেশে গিয়ে বলেন আমাদের 'দেবী-দেবতা'রা ঈশ্বর নন!', রাহুলকে খোঁচা মোদির

ভোটমুখী জম্মুতে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী।
Published By: Biswadip DeyPosted: 05:08 PM Sep 19, 2024Updated: 05:08 PM Sep 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সম্প্রতি মার্কিন সফরে গিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের পালটা দিয়ে মোদির খোঁচা, ''কিছু ভোটের জন্য কংগ্রেস যে কোনও সময় বিশ্বাস এবং সংস্কৃতিকে বাজি রাখতে পারে।''

Advertisement

ভোটমুখী জম্মুতে জনসভায় মোদিকে বলতে শোনা গিয়েছে, ''কংগ্রেসের উত্তরসূরি বিদেশে গিয়ে বলে এসেছেন, আমাদের 'দেবী-দেবতা'রা ঈশ্বর নন। এটা আমাদের ধর্মবিশ্বাসের অপমান। এজন্য কংগ্রেসকে শাস্তি পেতে হবে। এটা স্রেফ বলার জন্য ওরা বলেনি। বা ভুল করেও বলেনি। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এটা নকশাল মানসিকতা যা অন্য ধর্ম ও অন্য দেশ থেকে আমদানি করা হয়েছে। কংগ্রেসের এই নকশাল মানসিকতা জম্মুর ডোগ্রা সংস্কৃতিকেও অপমান করেছে।''

প্রসঙ্গত, গত সপ্তাহে আমেরিকার টেক্সাসে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ''ভারতে দেবতা বলতে আসলে এমন একজন ব্যক্তিকে বোঝায় যার অভ্যন্তরীণ অনুভূতি তার বাহ্যিক অভিব্যক্তির মতোই, মানে তিনি সম্পূর্ণ স্বচ্ছ সত্তা। ঈশ্বর বলতে এটা বোঝায় না। একজন ব্যক্তি যদি আমাকে তাঁর বিশ্বাসের সবটা খুলে বলে বা মনে করে এবং খোলাখুলিভাবে প্রকাশ করেন, সেটাই দেবতার সংজ্ঞা। আমাদের রাজনীতির মজার বিষয় হল, আপনি কীভাবে নিজের ধারণাকে দমন করেন, কীভাবে আপনি নিজের ভয়, লোভ বা উচ্চাকাঙ্ক্ষাকে দমন করেন এবং অন্যান্য মানুষের ভয় এবং উচ্চাকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করেন।'' তাঁর এহেন মন্তব্যের 'জবাব' দিতে এবার আক্রমণ করলেন মোদি।

এরই পাশাপাশি এদিন মোদি কাশ্মীরবাসীকে সতর্ক করে বলেন, কংগ্রেস যদি জম্মু ও কাশ্মীরে ক্ষমতা পায় তাহলে তারা ৩৭০ ধারা ফেরাবে। এমনকী শতাব্দীপ্রাচীন দলটির সঙ্গে পাকিস্তানের যোগও রয়েছে বলে দাবি মোদির। তাঁর কথায়, ''আমরা পাকিস্তানকে তাদের উদ্দেশ পূরণ করতে দেব না জম্মু ও কাশ্মীরে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাহুল গান্ধীকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
  • সম্প্রতি মার্কিন সফরে গিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের পালটা দিয়ে মোদির খোঁচা, ''কিছু ভোটের জন্য কংগ্রেস যে কোনও সময় বিশ্বাস এবং সংস্কৃতিকে বাজি রাখতে পারে।''
  • পাশাপাশি এদিন মোদি কাশ্মীরবাসীকে সতর্ক করে বলেন, কংগ্রেস যদি জম্মু ও কাশ্মীরে ক্ষমতা পায় তাহলে তারা ৩৭০ ধারা ফেরাবে।
Advertisement