shono
Advertisement

ইজরায়েল থেকে প্রভাবিত হচ্ছে ভারতের নির্বাচন! আন্তর্জাতিক রিপোর্ট হাতিয়ার করে তোপ কংগ্রেসের

'টিম জর্জ' নামের ওই সংগঠনের বিরুদ্ধে তদন্ত হোক, দাবি কংগ্রেসের।
Posted: 07:12 PM Feb 16, 2023Updated: 07:12 PM Feb 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেগাসাসের (Pegasus) পর এবার আরও বড় কেলেঙ্কারি! ভারতের নির্বাচন নাকি প্রভাবিত হচ্ছে ইজরায়েল থেকে। আন্তর্জাতিক স্তরে খ্যাতনামা সাংবাদিকের প্রকাশ করা একটি রিপোর্ট বলছে, ইজরায়েলের কয়েকজন ঠিকাদারের যৌথ সংগঠন নাকি গোটা বিশ্বের ৩০টি দেশের নির্বাচন প্রভাবিত করছে। তার মধ্যে রয়েছে ভারতও। সেই রিপোর্ট হাতিয়ার করে কেন্দ্রকে কড়া আক্রমণ করল কংগ্রেস।

Advertisement

ঠিক কী বলা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের রিপোর্টে? ওই রিপোর্ট বলছে, ভারতের নির্বাচনকে প্রভাবিত করতে হ্যাকিং, অন্তর্ঘাত, ফেক নিউজ (Fake News), ভুয়ো তথ্য প্রচারের মতো বিভিন্ন ‘হাতিয়ার’ ব্যবহার করেছে ইজরায়েলি ঠিকাদাররা। যাঁদের নেতৃত্বে আছেন টাল হানান নামের এক প্রাক্তন সেনাকর্মী। এই টাল হানান আবার ইজরায়েলের স্পেশ্যাল ফোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত। ওই ঠিকাদারদের সংস্থার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘টিম জর্জ।’ ওই রিপোর্টে বলা হয়েছে, এই ‘টিম জর্জ’ (Team Jorge) মূলত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা মিথ্যা প্রচারের মাধ্যমে ভারতের নির্বাচনকে প্রভাবিত করছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানির মতো প্রথম সারির দেশের ভোটও প্রভাবিত করছে টিম জর্জ। ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফলে নাকি রীতিমতো প্রভাব রয়েছে তাদের।

[আরও পড়ুন: ‘প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞায় আস্থা রাখুন’, মেঘালয়ের জনসভায় প্রত্যয়ী অভিষেক]

কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই টিম জর্জের সঙ্গে হাত মিলিয়ে ভারতে একের পর এক নির্বাচন জিতছেন। কংগ্রেস (Congress) মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ বলছেন, ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কেডিন, জি-মেইলে ভুয়ো খবর ছড়াচ্ছে এই টিম জর্জের দৌলতেই। তাঁর আরও অভিযোগ, বিজেপির আইটি সেল ভারতে এই টিম জর্জের মতো করেই কাজ করছে। তিনি সরাসরি বলছেন, এটা ভারতের নির্বাচনকে সরাসরি প্রভাবিত করছে। তাই এর তদন্ত হওয়া উচিত।

[আরও পড়ুন: মাটির তলা থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ! ফের ভূমিকম্পের আশঙ্কায় কাঁপছে লাটুর]

কংগ্রেসের আরেক মুখপাত্র পবন খেরা আবার এই টিম জর্জের সঙ্গে আদানি এবং পেগাসাসকে এক সূত্রে জুড়ে দিয়েছেন। তাঁর প্রশ্ন,”আদানির (Gautam Adani) কোন সংস্থা মোদি সরকারকে কত টাকা দিয়েছে? সেই টাকা কোথায় ব্যবহার হয়েছে, পেগাসাসে না টিম জর্জে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement