shono
Advertisement
Surgical Strike

‘সার্জিক্যাল স্ট্রাইক কেউ দেখেনি’, দাবি কংগ্রেস সাংসদের, ‘পাকিস্তান চলে যান’ পালটা বিজেপির

পহেলগাঁও আবহে কংগ্রেস সাংসদের মন্তব্যে বিতর্ক।
Published By: Gopi Krishna SamantaPosted: 10:53 AM May 03, 2025Updated: 10:57 AM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও আবহে গোটা দেশ এখন প্রত্যাঘাতের অপেক্ষায় দিন গুনছে। ঠিক তখনই ২০১৯ সালের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর সেনার তরফে যে পাকিস্তানে পালটা সার্জিক্যাল স্ট্রাইক করা হয়, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন কংগ্রেসের বর্তমান সাংসদ তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তাঁর মন্তব্য, ২০১৯ সালে হওয়া সার্জিক্যাল স্ট্রাইক তো কেউ দেখতে পায়নি। আর এতেই তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

একটি সাংবাদিক সম্মেলনে চান্নি বলেন, “আজ পর্যন্ত আমি জানতে পারিনি যে পাকিস্তানের কোথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। কতজন মারা গিয়েছিল।" তাঁর দাবি, "কিছুই হয়নি। কেউই সার্জিক্যাল স্ট্রাইক দেখেননি। আমি এর প্রমাণ দেখতে চাই।”

পহেলগাঁও হামলার পর কংগ্রেস জনসমক্ষে সরকারের পাশে থাকার কথা জানিয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, “আমরা চাইছি সরকার কিছু করুক। এই হামলায় যাঁরা আক্রান্ত তাঁরা সকলেই সুবিচার চাইছেন।” পরোক্ষে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “পহেলগাঁও হামলার পর দশদিন পেরিয়ে গিয়েছে। তারপরেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। গোটা দেশ অপেক্ষা করছে সরকারের পদক্ষেপের। ৫৬ ইঞ্চির পদক্ষেপ দেখতে চাইছে দেশ।”

এই নিয়ে কংগ্রেসকে পালটা দিতে ছাড়েনি বিজেপি। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ সিং চান্নির বক্তব্য কংগ্রেস এবং গান্ধী পরিবারের নোংরা মানসিকতার প্রকাশ।” তিনি আরও বলেন, "প্রমাণ দেখতে চাইলে আপনি রাহুল গান্ধীর সঙ্গে পাকিস্তানে যান। পাকিস্তান নিজেই বলছে যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ভারত অনেক ক্ষতি করেছে। এমন মন্তব্যের তীব্র নিন্দা করছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও আবহে গোটা দেশ এখন পালটা প্রত্যাঘাতের অপেক্ষায় দিন গুনছে।
  • সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
  • এই নিয়ে কংগ্রেসকে পালটা দিয়েছে বিজেপি।
Advertisement