বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: জোট শরিকদের প্রস্তাবে রাজি হলেন না নীতীশ কুমার। তাই ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) নাম। শনিবার জোট শরিকদের সঙ্গে ভারচুয়াল বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা সামনে আসে।
মূলত তিনটি বিষয় নিয়ে এদিন আলোচনা হওয়ার কথা ছিল। প্রথমত, ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন, তাও চূড়ান্ত হওয়ার কথা ছিল এই বৈঠকে। আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম উঠে এসেছিল। কিন্তু শোনা যাচ্ছে, তিনি সেই পদ গ্রহণে রাজি হননি। তার পরই কংগ্রেস সভাপতির নাম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয়ত, কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে। কিন্তু তা নিয়ে এদিনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলেই খবর। তৃতীয়ত, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কী কী এজেন্ডা নিয়ে এগোনো হবে, তা নিয়ে হয় আলোচনা।
[আরও পড়ুন: বাবরি ধ্বংসে যোগ দিয়ে হারিয়েছিলেন হাঁটার ক্ষমতা, মোদির কাছে বিশেষ আর্জি সেই করসেবকের]
এর আগে মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে খাড়গের নামই প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে সম্মতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার আহ্বায়ক হিসেবে সেই খাড়গেকেই বেছে নেওয়া হল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবেই মান্যতা দেওয়া হল।
আসন্ন লোকসভায় বিজেপির বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে? বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য কী কী এজেন্ডা নেওয়া হবে, কে হবেন আহ্বায়ক, এই সব নিয়ে আলোচনার জন্য এদিন ভারচুয়ালি বৈঠকে বসে ইন্ডিয়া জোট। তবে শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূলের তরফে কেউ যোগ দেননি। ঘাসফুল শিবিরের দাবি, ঠিক কী বিষয় নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকা হচ্ছে, তা স্পষ্ট ছিল না। সেই কারণেই তৃণমূলের তরফে কোনও প্রতিনিধি ছিলেন না।