shono
Advertisement
East Bengal vs Mohun Bagan

ক্রিকেটের ডার্বি জয় ইস্টবেঙ্গলের, জোড়া সেঞ্চুরি সন্দীপন-সাত্যকির

ফাইনালে লাল-হলুদের সামনে ভবানীপুর।
Published By: Prasenjit DuttaPosted: 05:02 PM Apr 26, 2025Updated: 05:37 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ডার্বি জয় ইস্টবেঙ্গলের। সিএবি লিগ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মোহনবাগানকে ৭৭ রানে পরাজিত করেছে লাল-হলুদ বাহিনী। এই জয়ের ফলে ফাইনালে প্রবেশ ইস্টবেঙ্গলের। চলতি মরশুমে পি সেন ট্রফি জিতেছিল তারা। তাই ইস্টবেঙ্গলের সামনে এখন দ্বিমুকুট জয়ের হাতছানি।

Advertisement

তিন দিনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩৩ ওভারে ৯ উইকেটে ৪০৯ রানের পাহাড় গড়ে ইস্টবেঙ্গল। জোড়া সেঞ্চুরি হাঁকান সন্দীপন দাস (১০৮*) এবং সাত্যকি দত্ত (১০৭)। বলা যায় এই দুই ক্রিকেটারই শক্ত ভিতের উপর দাঁড় করান মশাল ব্রিগেডকে। মোহনবাগানের সৌরভ হালদার ১১৪ রানে ৫ উইকেট শিকার করেন। বিকাশ সিং ও অনুরাগ তিওয়ারি নেন যথাক্রমে ২টি এবং ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগানের ইনিংস ১১৮ ওভারে ৩৩২ রানে শেষ হয়ে যায়। উকেটরক্ষক শুভঙ্কর বাল মাটি কামড়ে পড়ে থেকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন দলকে। যদিও শেষরক্ষা হয়নি। তিনি ১৪৮ রানে আউট হতেই মোহনবাগানের ডার্বি জয়ের স্বপ্ন ভেঙে যায়। সৌরভ হালদার (৪৮), রঞ্জোত সিং খয়রা (৪৫), বিকাশ সিং (৩৭) ছাড়া আর কোনও সবুজ-মেরুন ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ইস্টবেঙ্গলের হয়ে শ্রেয়ান চক্রবর্তী পান ৬৭ রানে ৪ উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত দেন বিকাশ সিং (২/৯৮)। কণিষ্ক শেঠ ও সুরজ সিন্ধু জয়সওয়াল পান ১টি করে উইকেট। অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন সন্দীপন দাস।

অন্য সেমিফাইনালে কালীঘাটকে ২৫৮ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ভবানীপুর ক্লাব। প্রথমে ব্যাট করে ৬১৭ রানের এভারেস্ট তৈরি করে ভবানীপুর। জবাবে কালীঘাটের প্রতিরোধ মাত্র ৩৫৯ রানে শেষ হয়ে যায়। ফাইনালে ভবানীপুরের সামনে ইস্টবেঙ্গল।

ছেলেরা হারলেও মহিলাদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে পরাজিত করেছে মোহনবাগান। সিএবি'র মহিলা ক্লাব ক্রিকেট লিগে প্রথম ব্যাট করে সবুজ-মেরুন বাহিনী ৪৫ ওভারে করে ১৮৭। জবাবে ইস্টবেঙ্গলের ইনিংস ১৮৩ রানে থেমে যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেটের ডার্বি জয় ইস্টবেঙ্গলের।
  • মোহনবাগানকে ৭৭ রানে পরাজিত করেছে লাল-হলুদ বাহিনী।
  • এই জয়ের ফলে ফাইনেলে প্রবেশ ইস্টবেঙ্গলের।
Advertisement