shono
Advertisement

Breaking News

Belgharia

মেয়ে মাত্রই ভোগের! পুত্রবধূ, নাতনিকে শ্লীলতাহানির চেষ্টা বৃদ্ধের, প্রতিবাদ করতেই ঘরছাড়া মা-মেয়ে

এনিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার, তারপরও অবশ্য ঘরে ঢুকতে পারেননি।
Published By: Sucheta SenguptaPosted: 05:43 PM Apr 26, 2025Updated: 05:47 PM Apr 26, 2025

অর্ণব দাস, বারাকপুর: নারী মাত্রই যেন ভোগ্য! এতদিন পুত্রবধূর উপর শারীরিক নির্যাতন, যৌন হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছিল শ্বশুরের বিরুদ্ধে। এবার মাত্র ৫ বছরের নাতনিও বৃদ্ধের লালসার থেকে রেহাই পেল না! মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুললেন বউমা। বেলঘরিয়ার এই ঘটনায় পুত্রবধূ প্রতিবাদ জানাতেই মা-মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বেলঘরিয়া থানায় এনিয়ে অভিযোগ দায়ের করতে গিয়ে বাধার মুখে পড়েন ওই মহিলা। উপায়ন্তর না দেখে এবার আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত মা-মেয়েকে ঘরে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তা হয়নি। তীব্র গরমে প্রায় চারদিন জিনিসপত্র নিয়ে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সির।

Advertisement

ঘটনা কামারহাটি পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের অন্তর্গত যতীন দাস নগর এলাকায় স্বামী ও ৫ বছরের মেয়েকে নিয়ে সংসার রমা দাস মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই রমা শ্বশুর শ্রীদাম দাসের লালসার শিকার হয়েছেন। এতদিন সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন তিনি। কিন্তু রুখে দাঁড়ান সম্প্রতি। তার অন্যতম কারণ, এবার রমাদেবীর ৫ বছরের মেয়েকেও শ্বশুর শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ তোলেন রমা। আর প্রতিবাদ করাতেই তাঁর পরিবারের উপর শুরু হয় অত্যাচার। রমারা বাড়িতে না থাকার সুযোগে তাঁদের জামাকাপড়ের ব্যাগ-সহ অন্যান্য সামগ্রী বাড়ির গেটের বাইরে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয় শ্রীদাম দাস। এই গরমে গত চারদিন ধরে জিনিসপত্র নিয়ে ৫ বছরের ছোট মেয়েকে নিয়ে বাড়ির বাইরে দিন কাটাতে হচ্ছে এই রমাদেবী ও তাঁর স্বামীকে।

এভাবেই সব জামাকাপড়-সহ বাইরে বের করে দেওয়া হয়েছে রমাদেবীর পরিবার।

এনিয়ে বেলঘরিয়া থানায় গেলে কোনও ডায়েরি নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে আদালতের দারস্থ হতে হয় দম্পতিকে। নিগৃহীতার কথায়, "শ্বশুর আমার শ্লীলতাহানি করে বলেছে, কাউকে বললে বাড়ি থেকে বের করে দেবে। তখন সহ্য করে নিয়েছিলাম। এরপর ওরা আমার পাঁচ বছরের মেয়েকেও ছাড়েনি, যৌন হেনস্তা করেছে। এরই প্রতিবাদ করেছিলাম বলে চারদিন হল আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। থানায় জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে আছি। আদালতের দ্বারস্থ হয়েছি।"

আদালতের দ্বারস্থ রমা দাস মণ্ডল।

আদালত জানায়, দম্পতিকে পুলিশের উপস্থিতিতে অবিলম্বে বাড়িতে ঢোকাতে হবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে একই জায়গায় অনড় শ্রীদাম দাস ও তাঁর মেয়ে। প্রতিবেশী বাসুদেব শীলের কথায়, "দিন পনেরো ধরে গন্ডগোল হচ্ছে শুনছি। সমস্যা মেটাতে গিয়েছিলাম, তখন আমাকেও উলটোপালটা কথা বলে।" বেলঘরিয়া থানার পুলিশের দাবি, কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। আদালতের নির্দেশ এলে পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেলঘরিয়ায় পুত্রবধূ ও নাতনির উপর শ্লীলতাহানির চেষ্টা!
  • প্রতিবাদ করায় সকলকে বাড়ির বাইরে বের করে দেওয়ার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে।
  • এনিয়ে আদালতের দ্বারস্থ হলেও ঘরে ঢুকতে পারেননি তাঁরা, মেয়েকে নিয়ে বাইরেই দিন কাটাতে হচ্ছে।
Advertisement