সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোমাতঙ্ক ছড়াল কেরলের তিরুঅনন্তপুরম জুড়ে। শনিবার তিরুঅনন্তপুরমের বেশ কয়েকটি হোটেলে বোমা রাখা বলে ইমেল আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে হোটেলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার এক আধিকারিক বলেন, "খবর পাওয়ামাত্রই হোটেলগুলিতে তল্লাশি চালানো হয়। তবে তেমন কিছু পাওয়া যায়নি।" হোটেলগুলিতে আসা মেলগুলি কোথা থেকে এসেছে তার উৎস সন্ধানের চেষ্টা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ইমেলে হোটেলগুলিকে জানানো হয়, 'আপনাদের হোটেলে আইইডি বোমা রাখা রয়েছে।'
এদিকে চলতি মাসে একইভাবে বোমা রাখা আছে বলে ফোন এসেছিল কেরলের জেলা শাসক, কেরল হাই কোর্ট-সহ আরও বেশ কয়েকটি সরকারি দপ্তরে। এই সব ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছিল সবই ভুয়ো। শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এই ভুয়ো ফোনগুলি করা হয়েছিল। এবার সেই একইভাবে ভুয়ো মেল করে বোমা রাখার কথা জানানো হল একাধিক হোটেল কর্তৃপক্ষকে।এদিকে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার মধ্যেই এমন বোমা রাখার ইমেলের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একাধিকবার বোমাতঙ্ক ছড়িয়েছে। এসেছে একাধিক ফোন ও ইমেল। টার্গেট করা হয়েছে স্কুল, কলেজ, সরকারি দপ্তর, বিমান-সহ একাধিক জায়গায়। কয়েকদিন আগেই কলকাতা জাদুঘরে বোমা রাখা আছে বলে একটি ইমেল আসে। খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয় জাদুঘর থেকে। পরে বম্ব স্কোয়াড পৌঁছে গোটা জাদুঘর তল্লাশি করলেও কোনও বোমা উদ্ধার হয়নি। পরে পুলিশ জানতে পারে শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর জন্যই এই ভুয়ো মেল করা হয়েছিল।
