shono
Advertisement

‘ব্রাহ্মণ মুর্দাবাদ’, হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত স্লোগান, ভিডিও ভাইরাল

মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার বরদাস্ত নয়, তোপ কর্তৃপক্ষের।
Posted: 03:54 PM Mar 28, 2024Updated: 04:03 PM Mar 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাহ্মণ-বানিয়াবাদ মুর্দাবাদ। এমন জাতিবিদ্বেষী স্লোগান শোনা গেল হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিবৃতি প্রকাশ করে তাদের তরফে জানানো হয়, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তার অপব্যবহার বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অশোকা ইউনিভার্সিটির (Ashoka University) একটি ভিডিও। ২০১৪ সালে হরিয়ানায় (Haryana) তৈরি হওয়া এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন ব্রাহ্মণরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও ছিলেন বেশ কয়েকজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার সেই ক্যাম্পাসেই ব্রাহ্মণ বিরোধী স্লোগান উঠল। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যাচ্ছে, জাতিগত জনগণনার পক্ষে স্লোগান দিচ্ছেন পড়ুয়ারা। আরও বলছেন, “ব্রাহ্মণ-বানিয়াবাদ মুর্দাবাদ”।

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে গুরুদ্বারে ঢুকে ডেরা প্রধানকে গুলি করে খুন! অজ্ঞাত দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

এই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব নেটদুনিয়া। বিশ্ববিদ্যালয়ের মধ্যে এভাবে কোনও জাতিকে উদ্দেশ্য করে কুমন্তব্য় করা হচ্ছে কেন, সেই প্রশ্ন তোলেন ইনফোসিসের প্রাক্তন আধিকারিক মোহনদাস পাই। আবার অনেকের দাবি, কেবল ব্রাহ্মণ নয়, সমস্ত জাতকে উদ্দেশ্য করে এভাবেই আক্রমণ শানান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

ভিডিও ভাইরাল হয়েই নড়েচড়ে বসে অশোকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিবৃতি জারি করে জানানো হয়, মতপ্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা সকলের প্রতি যথাযথ মর্যাদা বজায় রেখে কার্যকরী করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছে যারা, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।” তবে এখনও পর্যন্ত কোনও পড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী থাকতে বাধা নেই কেজরির, জনস্বার্থ মামলা খারিজ করল আদালত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement