সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বমঞ্চে ফের ভারতীয় অ্যাথলিটদের জয়জয়কার। শনিবার সাংহাইয়ে তিরন্দাজির বিশ্বকাপে কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জয়ের হ্যাটট্রিক করল ভারত। মহিলাদের কম্পাউন্ড ইভেন্ট দিয়ে সোনার খাতা খোলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পর্নিত কৌর।
এদিন ইটালির বিরুদ্ধে মহিলা কম্পাউন্ড টিম ইভেন্টে ২৩৬-২২৫ ব্যবধানে লড়াই জিতে নেন ভারতীয় মহিলারা। মহিলাদের পাশাপাশি সাফল্য পান ভারতীয় পুরুষ অ্যাথলিটরাও। টিম গেমে নেদারল্যান্ডকে ২৩৮-২৩১ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করে ফেলেন অভিষেক ভর্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফিউজ। মিক্সড টিমেও বাকিদের পিছনে ফেলে সোনা ঘরে তুলল ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিসেল ও রবিনকে হারিয়ে প্রথম স্থান দখল করেন জ্যোতি ও অভিষেক। ম্যাচের ফল ১৫৮-১৫৭।
[আরও পড়ুন: ‘দেশ চায় আমি সক্রিয় রাজনীতি করি,’ অবস্থানে অনড় রবার্ট বঢরা, রক্তচাপ বাড়ছে কংগ্রেসের?]
টিম ইভেন্টে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে জোড়া সোনা জিতে গেলেন জ্যোতি। এদিনই আবার সোনা জয়ের লক্ষ্যে ব্যক্তিগত ইভেন্টের মঞ্চেও নামবেন তিনি। অন্যদিকে প্রিয়াংশও এদিন কম্পাউন্ড সেগমেন্টে ব্যক্তিগত পদক জয়ের লক্ষ্যে নামবেন।
তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্ট এবং ভারতের দাপট যেন সমার্থক হয়ে উঠেছে। সাংহাইতেও তার অন্যথা হল না। চারটি বিভাগের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই তিনটিতে সোনা জিতে নিয়েছে দেশ। ব্যক্তিগত বিভাগে পদক জয়ের দৌড়ে রয়েছেন দীপিকা কুমারীও। কোয়ার্টার ফাইনালে বিশ্বের ছয় নম্বর কোরিয়ান জিওন হুনইয়ংকে ৬-৪ ব্যবধানে উড়িয়ে দেন তিনি। এবার তাঁর প্রতিপক্ষ কোরিয়ারই নাম সুহেয়ন, যিনি রয়েছেন ক্রমতালিকার সাত নম্বরে।