shono
Advertisement

চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা, দৈনিক করোনা সংক্রমণে কলকাতাকে টেক্কা

বাড়ছে মৃত্যুও। The post চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা, দৈনিক করোনা সংক্রমণে কলকাতাকে টেক্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:47 AM Aug 18, 2020Updated: 08:04 AM Aug 19, 2020

দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লক্ষ ৪৭ হাজার ৮৮৬ জন। মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৭৭ হাজার ৪২৩ জনের। ভারতে আক্রান্ত ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩ জন। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৯৭ জনের। রাজ্যে সংক্রমিত ১,২২, ৭৫৩ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫২৮ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০.৩০: গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় কলকাতার চেয়ে বেশি সংক্রমিতের হদিশ মিলল।

রাত ১০.২৫: অবশেষে ময়দান খোলার অনুমতি দিল রাজ্য সরকার। তবে জানিয়ে দেওয়া হল, যাবতীয় সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। 

রাত ১০.০০: দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত তেরশোর বেশি। 

রাত ৯.০৯: কর্ণাটকের একদিনে করোনা আক্রান্ত সাড়ে সাত হাজারের বেশি।

রাত ৯.০০: গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত।

রাত ৮.৪০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ। একদিনে বাংলায় সংক্রমিত ৩ হাজার ১৭৫ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। 

রাত ৮.৩০: সিকিমে করোনায় দ্বিতীয় মৃত্যু হল। সংক্রমিত আরও ২০ জন।

সন্ধ্যা ৮.০০: গোয়ায় করোনা আক্রান্ত আরও ৩৩৯ জন। 

>

সন্ধ্যা ৭.৩০: অস্ট্রেলিয়ার নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। জানালেন সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

সন্ধ্যা ৭.০০: অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে।

সন্ধ্যা ৬.৩০: তামিলনাড়ুতে আক্রান্ত ৫ হাজার ৭০৯ ও মৃত ১২১।

সন্ধ্যা ৬টা: কেরলে আজ ১৭৫৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে।

বিকেল ৫.৪০: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত ৪৩৪ জন।

বিকেল ৫.২০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ৯ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ৮৮ জনের।

বিকেল ৫টা:ফের বদলাচ্ছে করোনা ভাইরাসের চরিত্র। বিজ্ঞানী ও স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা মানুষরা পুরো বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানালেন নীতি আয়োগের চেয়ারম্যান।

বিকেল ৪.৪০: এখনও পর্যন্ত দেশজুড়ে ১৯ লক্ষ ৭০ হাজারের বেশি আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

দুপুর ৩.৪০: বিহারে ১৭ তারিখ আক্রান্ত হয়েছেন ৩,২৫৭ জন।

দুপুর ২.৫০: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে নির্বাচন করা যেতে পারে? তার জন্য রাজ্যগুলির মুখ্য নির্বাচন কমিশনারদের পরিকল্পনা তৈরি করতে বলল জাতীয় নির্বাচন কমিশন।

দুপুর ১.৫০: কলকাতা থেকে চালু হল দিল্লি-মুম্বইমুখী উড়ান পরিষেবা। গো এয়ার ও ভিস্তারা সরাসরি দমদম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে যাবে এই দুই শহরে। সোম, বুধ, শনি, রবি ১টি করে বিমান যাবে। ৩১ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই-সহ ৬ শহর থেকে বিমান কলকাতায় আসায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।

দুপুর ১.৪৫: রেল স্টেশনগুলিতে ভিড় কমাতে ডিভিশনাল ম্যানেজারদের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াতে নির্দেশ দিল রেলওয়ে বোর্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।

দুপুর ১.৩৫: দেশজুড়ে নজির গড়ে একদিনে সুস্থ হলেন ৫৭ হাজার ৫৮৪ জন।

দুপুর ১.২৫: বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটি। এই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে থাকবেন এইমসের অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়াও।

দুপুর ১২.৫৫: সংক্রমণ বৃদ্ধির কারণে জাতীয় স্পোটর্স অ্যাওয়ার্ড ভারচুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হতে পারে।

দুপুর ১২.৪০: আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অতুল গর্গ। নিজেই টুইট করে একথা জানান তিনি।

সকাল ১১.৫৫: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন পুলিশকর্মী ও মৃত ২।

সকাল ১১.৩৫: সংক্রমণ বৃদ্ধির জেরে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২১ সালে হবে বলে জানিয়ে দিল আয়োজক সংস্থা।

সকাল ১১.১৫:কোভিড-১৯ নিয়ে গবেষণার জন্য ভারত ও আমেরিকার গবেষক দলকে পুরস্কৃত করা হল।

সকাল ১১টা: রাজস্থানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নতুন করে আক্রান্ত ৬৯৪ জন।

সকাল ১০.৪৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে জানালেন চিকিৎসকরা।

সকাল ১০.৩৫: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৩৭০ জন ও মৃত্যু হয়েছে ৯ জনের। এর ফলে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৯৬ জন।

সকাল ১০.১৫: ১৭ তারিখ তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৮২ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ৯৩ হাজার ৯৩৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১১ জনের।

সকাল ১০টা: সংক্রমণ বৃদ্ধির জেরে লুধিয়ানা, পাতিয়ালা ও জলন্ধরে অতিরিক্ত বিধিনিষেধ জারি করল পাঞ্জাব সরকার।

সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৫৫ হাজার ৭৯। মৃত ৮৭৬। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৯৭ জনের।

সকাল ৮.৪০: আক্রান্ত হলেন বেঙ্গালুরুর বায়োকন কোম্পানির চেয়ারপার্সন ও ম্যানেজিং ডায়রেক্টর কিরণ মজুমদার শ। সোমবার তাঁর নমুনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে বলে টুইট করে জানিয়েছেন তিনি।

সকাল ৮.২০: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৮ লক্ষ ৯৯ হাজার ৮৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক। এর ফলে ১৭ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরীক্ষা হয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২৬৪টি নমুনা।

সকাল ৮টা: ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে দেখা করলেন সরকারি প্রতিনিধি দলের সদস্যরা। উৎপাদন ও ট্রায়াল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

 

The post চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা, দৈনিক করোনা সংক্রমণে কলকাতাকে টেক্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement