সবরকম চেষ্টা চালিয়েও রোখা যাচ্ছে না সংক্রমণ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯। মৃত্যু ৩৪ হাজার ১৯৩ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২৫৮জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯০ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: মহারাষ্ট্রে সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। ফলে সেই রাজ্যে লকডাউন ৩১ আগস্ট অবধি বাড়ানো হল।
রাত ১0.২৬: করোনা পরিস্থিতি মোকাবিলায় লাগাতার অব্যবস্থার অভিযোগ উঠছিল বারবার। এমন আবহে সরিয়ে দেওয়া হল সাগরদত্ত মেডিক্যাল কলেজের সুপার পলাশ দাসকে। তাঁর বদলে সুপার হচ্ছেন সুজয় মিস্ত্রি।
রাত ৯.৫২: কেরলে করোনা জয়ী শতায়ু মহিলা। জুলাই মাসের ২০ তারিখ থেকে জ্বর, বুকে কফ জমে যাওয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০৫ বছরের ওই মহিলা।
রাত ৯.৩০: ১ আগস্ট থেকে Unlock-3এর নির্দেশিকা কার্যকর হবে। কিন্তু সেসময়ও হংকং থেকে কোনও বিমানকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে না। এমনকী ভারত থেকে হংকংয়ে বিমান যাওয়ার অনুমতি দিচ্ছে না অসামরিক উড়ান মন্ত্রক। এই রুটে বিমান চালানোর জন্য এযার ইন্ডিয়া আবেদন জানিয়েছিল বলে খবর।
রাত ৯.২০: গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই।
রাত ৯.১০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪৪ জন।
রাত ৮.৫০: ইদের আগে কাশ্মীরের বিধিনিষেধ শিথিল করা হল। তবে সামাজিক দূরত্ব, মাস্ক পরার মতো নিয়মগুলো মেনে চলার আবেদন জানালেন কাশ্মীর প্রশাসন।
রাত ৮.৪৩: গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ২২৯৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। ফলে বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫,২৫৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে ১,৪৯০। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৯৪ জন। সুস্থতার হার বেড়ে ৬৭.৬০ শতাংশ।
রাত ৮.১৯: গত ২৪ ঘণ্টায় গুজরাটে সংক্রমিত ১১৪৪ জনের।
রাত ৮.০৯: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ১০ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ২৯৮ জনের।
রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় গোয়ায় সংক্রমিত ২০২ জন। সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫৪৮৯ জন।
সন্ধে ৭.৫৫: মণিপুরেও বাড়ছে সংক্রমণ। উত্তর-পূর্বে সেই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ১৪১ জন।
সন্ধে ৭.৪০: চেন্নাইতে ৫০০টি মেডিক্যাল ক্যাম্প চলছে। বাড়ি-বাড়িতে গিয়েও পরীক্ষা করা হচ্ছে জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
সন্ধে ৭.৩০: ত্রিপুরাতে বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৪ আগস্ট সকাল ৫ টা পর্যন্ত লকডাউন চলবে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
সন্ধে ৭.০২: Unlock-3 নিয়ে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। কী কী সুবিধা মিলবে তার বিস্তারিত জানানো হল।
সন্ধে ৬.৩৭: হিমাচল প্রদেশে মোট করোনা আক্রান্ত ২৩৬৪ জন।
সন্ধে ৬.১৯: গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৬ হাজার ৪২৬ জন।
সন্ধে ৬.০৬: কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ হাজার ৫০৩ জন।
সন্ধে ৬.০৫: ধারাভিতে নতুন করে সংক্রমিত ২ জন।
সন্ধে ৬.০১: জম্মু-কাশ্মীরে নতুন করে করোনা আক্রান্ত ৫৪০ জন।
বিকেল ৫.৪৬: করোনা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের।
বিকেল ৪.০২: দেশে সুস্থতার হার ৬৪.৫১ শতাংশ, জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
দুপুর ২.৪৭: বিহারে লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার।
দুপুর ২.৪৭: তামিলনাড়ুর রাজভবনে আক্রান্ত ৩ কর্মী। চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে রাজ্যপাল।
দুপুর ২.৩৬: বিহারে লকডাউন চলাকালীন ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ চলবে।
দুপুর ২.২৮: ইন্দোনেশিয়ায় নতুন করে আক্রান্ত ২৩০০ জন।
দুপুর ২.২৮: হংকংয়ে পিছোতে পারে নির্বাচন।
দুপুর ২.২৭: বিহারে ১ আগস্ট থেকে ১৬ দিনের লকডাউন।
দুপুর ১.৩০: মণিপুরে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু।
বেলা ১২.৫১: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমিত ২৩৬ জন পুলিশকর্মী।
বেলা ১২.৩৯: হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৩৪।
বেলা ১২.১২: রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করলেন রাজস্থানের রাজ্যপাল।
বেলা ১২.০৭: করোনা সংক্রমণের জেরে আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দির।
বেলা ১২.০৬: কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
সকাল ১১: লকডাউন অমান্য করে মধ্যমগ্রামে দোকান খোলার অভিযোগ। ১০ জনকে আটক করেছে পুলিশ।
সকাল ১০.৪১: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৬৮ জন।
সকাল ১০.৩০: ভারতে মোট করোনা আক্রান্ত ১৫.৩১ লক্ষ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৬৮ জনের।
সকাল ১০.২৭: মধ্যপ্রদেশের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তুলসি সিলাওয়াত এবং তাঁর স্ত্রী করোনা আক্রান্ত।
সকাল ১০.১৫: লকডাউন সফল করতে শিলিগুড়িতে কড়া পুলিশি নজরদারি।
সকাল ১০.০৪: কেরলের ইত্তুমানুরে করোনা সংক্রমণ রুখতে জারি লকডাউন।
সকাল ৯.৫৫: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ২৭ জন।
সকাল ৯.২৮: সেনসেক্স উর্ধ্বমুখী ১০২ পয়েন্ট।
সকাল ৯.২৬: লকডাউন সফল করতে হাওড়া ব্রিজ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সকাল ৯.১৩: মধ্যপ্রদেশে চলছে ১০ দিনের টানা লকডাউন। কেউ অকারণে বাইরে বেরিয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে জারি পুলিশি নজরদারি।
সকাল ৯.০৪: মধ্যপ্রদেশের ছাতারপুরে কোভিড সেন্টারে আত্মহত্যা এক রোগীর।
সকাল ৮.৫৯: গত ২৮ জুলাই পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৭৭ লক্ষ ৪৩ হাজার ৭৪০ জনের, জানাল ICMR।
সকাল ৭.৩৪: স্কুলছুট কমাতে উদ্যোগ। দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রীদের অনলাইনে পড়াশোনার জন্য ৫০ হাজার স্মার্টফোন দেওয়ার উদ্যোগ পাঞ্জাব সরকারের।
সকাল ৭.১১: মিজোরামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১১ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৫ জন।
ভোর ৬.২৩: আমেরিকায় একদিনে মৃত্যু প্রায় ১৬০০-র কাছাকাছি।
ভোর ৫.৫১: সেন্ট্রাল সায়েনটিফিক ইনস্ট্রুমেন্টস অর্গানাইজেশন (CSIO) এবং AMESYS INDIA ‘সুরক্ষা’ নামে একটি যন্ত্র তৈরি করেছে। ওই বাক্সের ভিতরে থাকা ইউভিসি আলো এবং তাপ যেকোনও বস্তুকে মাত্র ১০-১৫ মিনিটে জীবাণুমুক্ত করতে পারবে। করোনা আবহে এই যন্ত্র যথেষ্ট কার্যকর হবে বলেই আশা।
সকাল ৬: সংক্রমণ রুখতে আজ ফের বাংলায় সম্পূর্ণ লকডাউন।
The post করোনা সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না, বাড়়ল মহারাষ্ট্রের লকডাউনের মেয়াদ appeared first on Sangbad Pratidin.