shono
Advertisement

করোনা LIVE UPDATE: সংক্রমণ রুখতে সোমবার থেকে ৩ দিন লকডাউন ত্রিপুরায়

বেঙ্গালুরুতে আগামী ২৭ জুলাই থেকে আংশিক লকডাউন। The post করোনা LIVE UPDATE: সংক্রমণ রুখতে সোমবার থেকে ৩ দিন লকডাউন ত্রিপুরায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 AM Jul 25, 2020Updated: 10:12 PM Jul 25, 2020

করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। মৃত ৩১ হাজার ৩৫৮ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৭৭ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩২ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

রাত ৯.৩৯: করোনা সংক্রমণ রুখতে আগামী ২৭ জুলাই ভোর পাঁচটা থেকে তিনদিন লকডাউন ত্রিপুরায়।

রাত ৯.২৯: একদিনে গোয়ায় আক্রান্ত ১৪৬ জন।

রাত ৯.২৫: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২ হাজারের গণ্ডি।

রাত ৯.২১:  বেঙ্গালুরুতে আগামী ২৭ জুলাই থেকে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন। নিয়ম ভাঙলেই হবে কড়া শাস্তি।

রাত ৮.২৬: পাঞ্জাবে বর্তমান শিক্ষাবর্ষে স্কুল কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না। 

রাত ৮.২৬: কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ৫ হাজার ৭২ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রাণ ১ লক্ষের কাছাকাছি।

রাত৮.১৭: গ্রেটার মুম্বইতে নতুন করে আক্রান্ত ১ হাজার ৯০ জন।

রাত ৮.১৩: বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। একদিনে মৃত্যুর নিরিখে যা রেকর্ড।

সন্ধে ৭.৫৮:  মণিপুরে নতুন করে করোনা আক্রান্ত ৩০ জন।

সন্ধে ৭.৫২:  মধ্যপ্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ৭১৬ জন।

সন্ধে ৭.৪০: জলপাইগুড়ি শহরে নতুন করে আক্রান্ত পাঁচ। আক্রান্তদের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত জলপাইগুড়ি শহরের কদমতলা দূর্গাবাড়ি এলাকার বাসিন্দা স্বাস্থ্যকর্মীও রয়েছেন। ইতিমধ্যে ওই স্বাস্থ্যকর্মীকে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। আক্রান্তের বাড়ি এবং সংলগ্ন এলাকা আবারও জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে পুরসভা। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর নতুন করে আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী কার কার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। করোনা জয়ীদের ফের করোনায় কাবু করার ঘটনা চিন্তা বাড়িয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের। কারণ খুঁজতে বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছেন স্বাস্থ্যকর্তারা। উত্তরবঙ্গে করোনা মোকাবিলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুশান্ত রায় জানান, বিষয়টি যথেষ্ট উদ্বেগের। সে কারণে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে।

সন্ধে ৭.২০: পাঞ্জাবে নতুন করে করোনা আক্রান্ত ৪৬৮ জন। 

সন্ধে ৭.১০: কেরলে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ১০৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের, জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সন্ধে ৬.৪৮: এক বিধায়ক করোনা আক্রান্ত  তাই আপাতত অন্যান্যদেরও ৭ দিন আইসোলেশনে থাকার নির্দেশ পণ্ডিচেরির মুখ্যমন্ত্রীর। 

সন্ধে ৬.২০: মুম্বইয়ের ধারাভিতে ফের সংক্রমণ। নতুন করে আক্রান্ত ১০ জন।

সন্ধে ৬.১৫: নতুন করে জম্মু ও কাশ্মীরে আক্রান্ত ৫২৩ জন। 

সন্ধে ৬.০৮: বৃহন্মুম্বই পুরসভায় করোনা আক্রান্তের হার কমে দাঁড়াল ১.০৬ শতাংশ।

সন্ধে ৬.০৫: দিল্লির সর্দার বল্লভ ভাই প্যাটেল কোভিড চিকিৎসা কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ১৯৬ জন। 

সন্ধে ৬.০০: অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেলে কাছেও অনুমতি চাইল সেরাম।

বিকেল ৫.৫০: তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় সাত হাজার জন। 

বিকেল ৫.৪০: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দুহাজার জনেরও বেশি।

বিকেল ৫.৩২: রাজস্থানে আজ থেকে প্লাজমা ব্যাংক চালু হচ্ছে।

বিকেল ৫.২৩: জম্মু কাশ্মীরে বেড়েছে করোনা পরীক্ষা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতি এক লক্ষ বাসিন্দার মধ্যে গড়ে ৪৫ হাজার জনের পরীক্ষা করা হচ্ছে। যা জাতীয় গড়ের চেয়ে বেশি। 

বিকেল ৫.১১: জলপাইগুড়িতে চার কোভিডজয়ী ফের করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। সেরে ওঠার মাত্র তিরিশ দিনের মাথায় সংক্রমিত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। 

বিকেল ৪.৫৩: ফিলিপন্সের ম্যানিলায় নিয়ম ভেঙে জমায়েত করলেন স্থানীয় বাসিন্দারা। বাস্কেট বলের ম্যাচ দেখতে স্থানীয় স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন হাজার খানেক দর্শক। শিকেয় উঠেছিল সামাজিক দূরত্ব বিধি। 

বিকেল ৪.৪৫ : ৯৩ বছর বয়সে কোভিড জয় করে মেডিক্যাল কলেজ থেকে বাড়ি ফিরছেন বিমল রায়। বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতাদের সকলের প্রিয় মানুষ এই বিমল রায়। হার্টের সমস্যা রয়েছে। আছে সুগারও। নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগতেন তিনি। তারপরও কোভিড জয় করে ফিরছেন বাড়ি।

বিকেল ৪.১৯: দুর্গাপুরে আরও একটি কোভিড হাসপাতাল। ইস্পাত কারখানার মেন হাসপাতালে কোভিড চিকিৎসা করা হবে। সেখানে ৫০টি শয্যা রাখা হচ্ছে। পাশাপাশি. আরও কিছু সেফ হোম তৈরি করা হচ্ছে বলে খবর। 

বিকেল ৪.১৫: দেগঙ্গা এবং শোভাবাজারে দুই করোনা রোগীকে ‘হেনস্তা’। দীর্ঘক্ষণ কলকাতা মেডিক্যাল সুপার স্পেশ্যালিটি ব্লকের সামনে বসিয়ে রাখা হয় তাঁদের। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সুপার। 

বিকেল ৪.০৩: পূর্ব রেলের এজিএম-সহ পুরো পরিবার করোনা আক্রান্ত

দুপুর ৩.৪৭: শিক্ষাব্যবস্থায়ও করোনার কোপ। তাই ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। 

দুপুর ৩.১৩: দক্ষিণ ২৪ পরগণায় আরও ১২টি কনটেমেন্ট জোন বাড়ল। ফলে সেখানে মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯টি।

দুপুর ২.৫৭: বারুইপুর পুলিশ দুপুর পর্যন্ত ৮৭ জনকে গ্রেপ্তার করেছে লকডাউন ভঙ্গ করার অপরাধে। 

দুপুর ২.৪৫: লকডাউন কার্যকর করতে গিয়ে মালদহের ইংরেজ বাজারে হেনস্থার শিকার পুলিশ

দুপুর ২,৩৭: করোনায় মৃত হেস্টিংস থানার পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মন। এর আগে লালাবাজারের ট্রাফিক বিভাগে পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। 

দুপুর ২.৩০: চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

দুপুর ২.১৫: উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়, “প্রচারের বদলে করোনা মোকাবিলায় নজর দিন।”

দুপুর ২.০৭: কালিংপঙে শহরভিত্তিক লকডাউনের নির্দেশিকা জারি। আগামিকাল সকাল থেকে শুরু হবে লকডাউন। চলবে আগামী সাতদিন।

দুপুর ১.৩৩: করোনা পরীক্ষার ফল মিলবে মাত্র এক ঘণ্টায়। খরচ হবে মাত্র ৪০০ টাকা। এমনই এক যন্ত্র তৈরি করেছে বলে দাবি আইআইটি খড়গপুরের ছাত্রদের।

দুপুর ১.২৫: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বাড়িতে এল একটি অ্যাম্বুল্যান্স। 

দুপুর ১.২০: বিহারে হোম আইসোলেশনে আত্মঘাতী এক করোনা আক্রান্ত রোগী। 

দুপুর ১.০৬: দুর্গাপুরে লকডাউন না মানায় গ্রেপ্তার ৭৩ জন। 

বেলা ১২.৫৬: কোচবিহারের মাথাভাঙা শহরে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করা হল। 

বেলা ১২.৫০: আনলকের তৃতীয় পর্যায়ে কি খুলে যাবে সিনেমা হল? এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তা নিয়ে আলোচান করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। 

বেলা ১২.৪৫: ভূস্বর্গেও শুনশান রাস্তাঘাট। সংক্রমণ রুখতে চলছে লকডাউন। 

বেলা ১২.৪০: রাজ্যে লকডাউন চলছে। কলকাতায় ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। 

বেলা ১২.১৮: করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

বেলা ১২.০০: করোনা সংক্রমণের জেরে থমকে রয়েছে শুটিং। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, ষাটোর্ধ্ব কোনও অভিনেতা শুটিং করতে পারবেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রডিউসার সংগঠন। সেই মামলার শুনানিতে আদালত মহারাষ্ট্র সরকারের কাছে জানতে চাইলেন, কেন ষাটোর্ধ্ব অভিনেতারা শুটিং করতে পারবেন না?

সকাল ১১.৪০: লকডাউন অমান্য করে বাইপাসে বন্ধুদের সঙ্গে জয়রাইডে এক যুবক। পুলিশ আটকানোর চেষ্টা করতে তাকে ধাক্কা মারে ওই যুবক। 

সকাল ১১.২৪: মহারাষ্ট্র পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮,২৩২ জন। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার জন সেরে উঠেছেন। 

সকাল ১১.১৮: কেরলের তিরুবন্তপুরমের রাস্তা শুনশান। উইকএন্ডে সেই রাজ্যে চলছে ‘ট্রিপল লকডাউন’।

সকাল ১০.৪৭: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হল। ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনের। 

সকাল ১০৩৮: ঝাড়খণ্ডে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা।

সকাল ১০.০০: লকডাউনের ভাঙার জের। সকাল ১০ টার মধ্যে কলকাতায় আটক ১০০ জন। এমনটাই খবর লালবাজার সূত্রে। 

সকাল ৯.৫৬: দিল্লির ১১টি জেলায় ফের সেরো সার্ভে করা হবে। 

সকাল ৯.৪৭: অন্ধ্রপ্রদেশে বাড়ছে কোভিড হাসপাতালের সংখ্যা। 

সকাল ৯.৪০: রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে আরও কড়া পুলিশ। সকাল থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং, রাজারহাটে নিয়ম ভেঙে বেরিয়ে আটক ৬, বাগুআটিতে ১২। বাড়ি পাঠানো হল প্রাতঃভ্রমণকারীদেরও। ড্রোনের সাহায্যে চলছে নজরদারি।

সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৮ হাজার ৯১৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। মৃত বেড়ে ৩১ হাজার ৩৫৮ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৪৩১ জন।

সকাল ৯.২০: মধ্যপ্রদেশে নাগচন্দ্রেশ্বর মন্দিরে চলছে পুজো। বছরে একবারই এই মন্দিরের দরজা খোলা হয়। কিন্তু চলতি বছরে করোনা আবহে সেটা সম্ভব হয়নি। তাই অনলাইনেই দেবীর দর্শন করছেন ভক্তরা। 

সকাল ৯.১৭: রাজস্থানে প্রথম প্লাজমা ব্যাংক তৈরি হচ্ছে। 

সকাল ৯.০০: চিনে নতুন করে করোনা আক্রান্ত ৩৪ জন। 

সকাল ৮.৫৫: করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছিল। ক্ষোভ সামাল দিতে এবার ওষুধের দাম কমাতে উদ্যোগী হলেন তিনি। এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করলেন। 

সকাল ৮.৫০: ফেস মাস্ক ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার উপর জারি হল নিষেধাজ্ঞা। 

সকাল ৮.৩১: রাজ্যুগুলিকে করোনা পরীক্ষা বাড়াতে নির্দেশ দিল কেন্দ্র। দিল্লিতে পরীক্ষার সংখ্যা বাড়িয়েই সংক্রমণে লাগাম পরানো গিয়েছে বলে দাবি কেন্দ্রের। এবার গোটা দেশেই সেই নীতি কার্যকর করতে চায় মোদি সরকার। 

সকাল ৮.২৫: নাগপুর আজ ও আগামিকাল জনতা কারফিউ। তবে জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। 

সকাল ৮.২০: বিশ্বজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। এর মধ্যেও আশা জাগাচ্ছে কোভিডজয়ীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, বিশ্বে করোনাকে হারিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লক্ষ ২৩ হাজার ৯৪৯ জন।

সকাল ৮.১৩: গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনা আক্রান্ত ২২৪ জন। 

সকাল ৮.০৭: সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তাই বেজিংয়ে আজ থেকে বিধিনিষেধ মেনেই খুলছে সিনেমা হল। 

সকাল ৮.০০: করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আজ রাজ্যজুড়ে দ্বিতীয় দিনের লকডাউন। বন্ধ সমস্ত গণপরিবহণ। বিমান ওঠানামার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত দোকানপাট, অফিস-কাছারিও। 

The post করোনা LIVE UPDATE: সংক্রমণ রুখতে সোমবার থেকে ৩ দিন লকডাউন ত্রিপুরায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement