shono
Advertisement

Coronavirus Update: আরও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় পজিটিভ তিন হাজারের সামান্য বেশি

কমছে সক্রিয় রোগীর সংখ্যা।
Posted: 10:39 AM Oct 03, 2022Updated: 11:07 AM Oct 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মধ্যগগনে উৎসবের আনন্দ। আর সেই আনন্দের আলোতেই কাটছে মহামারীর দুর্যোগ। ফের দেশে দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus) কমল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে কোভিড (COVID-19) পজিটিভের সংখ্যা তিন হাজারের সামান্য বেশি। সুস্থতার হার ঊর্ধ্বমুখী। অ্যাকটিভ কেস ক্রমশ কমতে। এবার তা ৩৬ হাজারের কোঠায়। সবমিলিয়ে মহাষ্টমীর সকালে দেশের করোনা চিত্রে অনেকটাই দুশ্চিন্তামুক্ত দেশবাসী।

Advertisement

 

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা ৩৬ হাজার ১২৬। মোট আক্রান্তের তুলনায় মাত্র ০.০৮ শতাংশ। এই হার যথেষ্ট স্বস্তিদায়ক বলে মনে করছে স্বাস্থ্যমহল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কোপ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩০১ জন, শতকরা হারে যা ৯৮.৭৩ শতাংশ। 

 

এদিন দেশের কোভিড পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, সংক্রমণ কমেছে খানিকটা। রবিবার ৩৩৭৫ জন নতুন করে কোভিড পজিটিভ হয়েছিলেন। সেই তুলনায় এদিন অনেক কম। এছাড়া করোনা অ্য়াকটিভ কেস ছিল ৩৭ হাজারের বেশি। এদিন তা নেমে এল ৩৬ হাজারে। নিম্নমুখী পজিটিভিটি রেটও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২.২৩ শতাংশ রিপোর্ট পজিটিভ। সাপ্তাহিক পজিটিভিটি রেট মাত্র ১.৩১ শতাংশ। 

[আরও পড়ুন: টুইন টাওয়ার থেকে শিক্ষা, ভিড়ে বিপদ এড়াতে সন্তোষ মিত্র স্কোয়্যারে বন্ধ লাইট অ্যান্ড সাউন্ড]

এদিকে, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে উৎসবের মাঝেও  জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination) কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭০ হাজারের বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে ২১৮ কোটি ৭৭ লক্ষের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। লক্ষ্য, এই উৎসবের মরশুমেই সমস্ত দেশবাসীকে টিকার সুরক্ষা দিতে হবে। 

[আরও পড়ুন: ষষ্ঠীর নিষেধাজ্ঞা প্রত্যাহার সপ্তমীতেই, দর্শনার্থীদের জন্য খুলল কল্যাণীর টুইন টাওয়ার মণ্ডপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement