সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকা অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। তিনি সিআরপিএফ জওয়ান। লিভ-ইন করতেন দু'জনে। বচসার পর সেই প্রেমিকাকেই খুন করার দাবি নিয়ে থানায় হাজির হলেন অভিযুক্ত! এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল গুজরাটের কচ্ছ জেলা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিআরপিএফ জওয়ানের নাম দিলীপ ডাংচিয়া। তাঁর সঙ্গে প্রেম ছিল কচ্ছের অঞ্জর থানায় কর্মরত মহিলা অফিসার অরুণা নাটুভাই যাদব। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অরুণার পৈতৃক বাড়ি সুরিন্দরনগরে। কিন্তু তাঁর পোস্টিং ছিল অঞ্জরে। ২০২১ সালে ইনস্টাগ্রামে তাঁর আলাপ হয় দিলীপের সঙ্গে। ক্রমে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একসঙ্গে থাকতেও শুরু করেন। শুক্রবার গভীর রাতে দু'জনের মধ্যে তীব্র বচসা হয়। কী কারণে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি এখনও। দিলীপের দাবি, ঝগড়া চলাকালীনই তিনি গলা টিপে খুন করেন অরুণাকে। পরদিন সকালেই অঞ্জর থানাতেই তিনি আত্মসমর্পণ করেন।
জানা যাচ্ছে, দিলীপ একজন সিআরপিএফ জওয়ান। তিনি মণিপুরে কর্মরত থাকলেও অরুণার গ্রামের পাশের গ্রামে থাকতেন। পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিলীপকে। কেন তিনি এমন কাজ করলেন তা জানতে চাওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টাই।
