সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। পরিস্থিতি এতটাই খারাপ, ডাব্বাওয়ালারা পর্যন্ত মঙ্গলবার কর্মবিরতি ঘোষণা করল। জানিয়ে দিল, হাঁটু পর্যন্ত জল ভেঙে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পক্ষে ডাব্বা নেওয়া সম্ভব নয়। আবার তা অফিসে পৌঁছে দেওয়াও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই মঙ্গলবার দিন কাজ করবেন না তাঁরা।
কার্যত বৃষ্টিবন্দি মুম্বইবাসী। গত ২৪ ঘণ্টায় মু্ম্বইয়ের শহর এলাকায় ১৬৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরতলি এলাকায় ১৮৪.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভাসাই এলাকায় প্রায় ৩০০ মানুষ ঘরবন্দি রয়েছেন বলে জানা গিয়েছে। ওয়াডালা, বাইকুল্লা, গ্রেটার মুম্বই, থানে – সমস্ত এলাকায় জল জমে গিয়েছে। ভাসাই থেকে ভিরার এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নালাসোপারা স্টেশনে তো রেললাইন জলের তলায়। বৃষ্টি কারণে এসি লোকালও চলছে না।
ইতিমধ্যেই মুম্বইয়ের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। মুম্বই ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশনের মুখপাত্র সুভাষ তালেকর জানিয়েছেন, বৃষ্টির কারণেই আজ তাঁরা টিফিন সংগ্রহ করতে অপারগ। সারা শহর কার্যত জলের তলায়। হাঁটুজল অবস্থায় সাইকেল চালানো সম্ভব নয়। তাই মঙ্গলবারের জন্য ডাব্বা থেকে বঞ্চিত থাকতে হবে অনেককে। এদিকে বৃষ্টির জন্য বহু জায়গায় শুটিংও বিঘ্নিত হয়েছে। আরব সাগর উত্তাল হয়ে উঠেছে। বৃষ্টি মাথায় নিয়েও সে দৃশ্য দেখতে দেখা গিয়েছে কিছু উৎসাহী বাসিন্দাদের।
The post বৃষ্টিবন্দি মুম্বই, হাঁটুজল ভেঙে কাজ করতে অপারগ ডাব্বাওয়ালারাও appeared first on Sangbad Pratidin.