সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়িতে লিফট দেওয়ার নামে ৩৫ বছরের এক দলিত মহিলাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের ইন্দোরে। অভিযুক্ত এক ব্যবসায়ী-সহ দুই। গত ৩০ অক্টোবর ঘটনাটি ঘটলেও, লোকলজ্জার খাতিরে চুপ ছিলেন আক্রান্ত। শেষপর্যন্ত বাড়ির লোকের সহায়তায় পুলিশে অভিযোগ জানালে ঘটনার কথা প্রকাশ্যে আসে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
[প্রধানমন্ত্রীর স্বপ্নের স্বচ্ছ ভারত মিশনের কড়া সমালোচনায় রাষ্ট্রসংঘ]
জানা গিয়েছে, ঘটনার দিন নিজের পালসুদ গ্রামে অবস্থিত বোনের বাড়ি থেকে ফিরছিলেন পেশায় মজুর ওই মহিলা। তখনই মনোজ নামে অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে তিন ইমলি স্ক্যোয়ারে দেখা হয় তাঁর। মনোজ তাঁকে গাড়িতে লিফট দেওয়ার কথা জানায়। পূর্ব-পরিচিত হওয়ায় না করেননি আক্রান্ত মহিলা। কিন্তু এরপরই ঘটে নির্মম ওই ঘটনা। বিজয় নগর এলাকায় মহিলার বাড়ির দিকে গাড়ি না নিয়ে গিয়ে শহরের বিভিন্ন দিকে গাড়িটি নিয়ে ঘুরতে থাকে অভিযুক্তরা। এরপরই মাঙ্গালিয়াতে একটি পরিত্যক্ত কারখানায় ওই মহিলাকে নিয়ে আসে অভিযুক্তরা। সেখানেই প্রথমে মনোজ তাঁকে ধর্ষণ করে। এরপরই মনোজের গাড়ির চালক এবং গাড়িতে উপস্থিত থাকা সন্তোষ গোলে নামে আরও এক ব্যক্তি মহিলাকে ধর্ষণ করে। এরপর আক্রান্ত মহিলাকে রাত ১ টা ৩০ নাগাদ মহৌ বাইপাসে গাড়ি থেকে নামিয়ে দেয় অভিযুক্তরা। কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলা হবে ওই মহিলাকে, এই হুমকিও দিয়ে যায় তারা।
[৮ ঘণ্টার বদলে অফিসে কাজের সময় হোক ৬ ঘণ্টা, পরামর্শ অনিল বোকিলের]
কোনওরকমে বাড়িতে পৌঁছে স্বামীকে সব কথা জানান ওই মহিলা। লোকলজ্জার ভয়ে প্রথমে অভিযোগ না জানালেও পরে বোন, স্বামী এবং পরিবারের অন্যান্য লোকজনের সহায়তায় গত বৃহস্পতিবার শিপ্রা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত।ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
[কাজের সময় শেষ, যাত্রীদের চমকে দিয়ে বিমান চালাতে নারাজ পাইলট]
The post গাড়িতে লিফট দেওয়ার নামে পরিত্যক্ত কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ মহিলাকে appeared first on Sangbad Pratidin.
